অনিরাপদ হয়ে ওঠা হাতিরঝিলের নিরাপত্তায় আসছে যারা
নিজস্ব সংবাদদাতা
০৪ জুন, ২০২৪, 11:57 AM
নিজস্ব সংবাদদাতা
০৪ জুন, ২০২৪, 11:57 AM
অনিরাপদ হয়ে ওঠা হাতিরঝিলের নিরাপত্তায় আসছে যারা
অনিরাপদ হয়ে ওঠা রাজধানীর হাতিরঝিলের নিরাপত্তায় আসছে আনসার বাহিনী। বর্তমানে নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাটির সঙ্গে চলতি মাসেই শেষ হচ্ছে চুক্তি। আর তাই সব ঠিকঠাক থাকলে আগামী ১ জুলাই থেকে কাজ শুরু করবেন বাহিনীটির সদস্যরা।
হাতিরঝিল! ইট-পাথরের এ নগরীর বুক চিরে গড়ে ওঠা এক টুকরো স্বর্গ যেন। সবুজ গাছগাছালি আর পানির মিশেলে যেন হাতিরঝিল হয়ে উঠেছে এ নগরীর ফুসফুস। তবে নগরীর এ ফুসফুস নিয়েও নানা সময় উঠেছে নানান প্রশ্ন।
তবে দিনের সৌন্দর্যই যেন রাতের বেলায় হয়ে উঠে এক ভয়ংকর জনপদ। ২০১৮ সালের পর থেকে লেক থেকেই উদ্ধার হয়েছে প্রায় ৩০ জনের মরদেহ। সঙ্গে কিশোর গ্যাংয়ের উৎপাতের ঘটনা নতুন কিছু নয় হাতিরঝিলে। ঘটে ছিনতাইয়ের ঘটনাও।
হাতিরঝিলের নিরাপত্তায় এতোদিন একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ছিল রক্ষণাবেক্ষণের দ্বায়িত্বে থাকা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সঙ্গে। যে মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসে।
এবার তাই হাতিরঝিলের নিরাপত্তায় সংযুক্ত হচ্ছে আনসার বাহিনী। এরই মধ্যে সকল কার্যক্রম প্রায় শেষ করেছে রাজউক। সব ঠিকঠাক থাকলে আগামী ১ জুলাই থেকে কাজ শুরু করবে বাহিনীটি।
হাতিরঝিলে চলাচলকারীরা জানান, অনেক জায়গাতে আলোর ব্যবস্থা নেই। প্রতিনিয়ত ছিনতাইকারীর আশঙ্কা নিয়ে চলতে হয়। এই বুঝি ছিনতাইকারী ধরলো। বাইরে মানুষজন এখানে এসে আড্ডা দেয়। ফলে স্থানীয়দের অনেক সমস্যায় পড়তে হয়।
রাজউক বলছে, মোট তিন শিফটে দিনে ১৪৫ জন আনসার সদস্য কাজ করবেন হাতিরঝিলকে নিরাপদ রাখতে। অনিরাপদ হয়ে ওঠা হাতিরঝিলে আনসার সদস্যদের মাধ্যমে নিরাপত্তা ফিরবে আশা সংশ্লিষ্টদের।
রাজউকের সদস্য (উন্নয়ন) মেজর (অব.) শামসুদ্দিন চৌধুরী বলেন, হাতিরঝিলের নিরাপত্তা ব্যবস্থায় এটি করা হচ্ছে। আরও বেশি নজরদারি বাড়ানো জন্য আনসার থেকে নিয়োগ দেয়ার চিন্তা করা হয়েছে। সব কাজ শেষ এখন কিছু পেপার ওয়ার্ক বাদ আছে।