ঢাকা ০৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ

#

নিজস্ব সংবাদদাতা

০৪ নভেম্বর, ২০২৫,  1:13 AM

news image

পটিয়া: গণ অধিকার পরিষদ-এর ঘোষিত ২১ দফা কর্মসূচি জনগণের দৌড় গোড়ায়  পৌঁছে দেওয়ার লক্ষ্যে  সোমবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পটিয়ার কেন্দ্রীয় থানার হাট এবং ছবুর রোডের আশেপাশের এলাকায় গণসংযোগ করা হয়।

এই গণসংযোগে নেতৃত্ব দেন গণ অধিকার পরিষদের চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক ও গণ অধিকার পরিষদ মনোনীত চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয়  আসনের এমপি প্রার্থী মানবিক ডাক্তার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সার্জারী বিশেষজ্ঞ ডা এমদাদুল হাসান। তিনি এলাকার সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে দলের গুরুত্বপূর্ণ ২১ দফা কর্মসসূচি তুলে ধরেন।


এসময় উপস্থিত ছিলেন:দক্ষিণ জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মোঃ সেলিম, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল, গণ অধিকার পরিষদ পটিয়া উপজেলার  সহ-সভাপতি মোঃ মামুন, গণ অধিকার পটিয়া উপজেলা পরিষদের সাধারণ সম্পাদক এজাজুল হক, নবাব মো. আরাফাত, যুব অধিকার পরিষদ পটিয়া উপজেলা আহ্বায়ক নবাব মোঃ আরাফাত,  যুব অধিকার পরিষদ পটিয়া উপজেলা যুগ্ম আহ্বায়ক নুরুল করিম, ছাত্র অধিকার পরিষদ উপজেলা সাধারণ সম্পাদক একরাম হোসেন, শ্রমিক অধিকার পটিয়া উপজেলা পরিষদের আহ্বায়ক মোঃ আলামিন।

এছাড়াও মো. রায়হান, মো. আরমান, জিসানুল আমিন, মো. জিসান সহ গণ অধিকার, যুব অধিকার, ছাত্র অধিকার ও শ্রমিক অধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডাক্তার এমদাদুল হাসান তাঁর বক্তব্যে দেশের অর্থনৈতিক মুক্তি, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করতে গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। উপস্থিত নেতৃবৃন্দ দলীয় প্রতীক 'ট্রাক'-এর পক্ষে সাধারণ মানুষের সমর্থন কামনা করেন এবং জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণঅধিকার পরিষদের লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী