ঢাকা ০৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

#

নিজস্ব সংবাদদাতা

২৩ অক্টোবর, ২০২৫,  1:02 AM

news image

মোরশেদ আলম, পটিয়া(চট্টগ্রাম): চট্টগ্রামের পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুজাফরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পটিয়ার কচুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ওস্তাদপাড়া এলাকার বাচা মিয়ার ছেলে মো. মিনহাজ (২২) এবং খরনা ইউনিয়নে ভাড়া বাসায় থাকা রং মিস্ত্রি মিন্টুর ছেলে মো. ফাহিম (১৬)।

স্থানীয় রফিক জানান, মুজাফরাবাদ এলাকায় মৃত রমিজ আহমদের বাড়ির জন্য বালুবাহী একটি পিকআপ রাতে বালু নামাচ্ছিল। এসময় গাড়ির গায়ে বিদ্যুতের তার লেগে তা ছিঁড়ে নিচে পড়ে দুই যুবকের শরীরে জড়িয়ে যায়। ঘটনাস্থলেই তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। বিদ্যুৎ লাইন সচল থাকায় তাৎক্ষণিকভাবে কেউ উদ্ধার অভিযান চালাতে পারেননি। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে মরদেহ উদ্ধার করা হয়।

কচুয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম বলেন, “বালুবাহী পিকআপের সঙ্গে লেগে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতদের একজন কচুয়া ইউনিয়নের এবং অপরজন খরনায় ভাড়া থাকতেন। এছাড়া ইকবাল নামে আরও একজন আহত হয়েছেন বলে শুনেছি।”

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে বিস্তারিত জানানো হবে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী