ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

অবশেষে যুক্তরাজ্য সফরে জাপানের সম্রাট নারুহিতো

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুন, ২০২৪,  1:29 PM

news image
ছবি: সংগৃহীত

অবশেষে জাপানের সম্রাট নারুহিতো (৬৪) স্ত্রীকে নিয়ে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফর শুরু করেছেন। ২০২০ সালে রানি এলিজাবেথ বেঁচে থাকাকালীন সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকোর এই সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে সেবার সফরটি স্থগিত করা হয়েছিল। 

শনিবার (২২ জুন) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে তারা দীর্ঘ এ সফরের সূচনা করেন। তারা দুজনই ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। প্রথম দিনে রাজা চার্লসের সঙ্গে একটি আনুষ্ঠানিক ভোজসভায় যোগ দেন তারা। তবে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই তাদের। 

নারুহিতো জাপানের সিংহাসনে আরোহণের পর তাদের প্রথম বিদেশ সফর ছিল ২০২২ সালে এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়াতে। ওই সময় ১৯৮০ সালের গোড়ার দিকে পড়াশোনা করতে আসার পর ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা তার প্রতি যে উদারতা দেখিয়েছিলেন সে কথা তুলে ধরেছিলেন তিনি। 

এবারের সফরের আগে রানির চা আপ্যায়নের কথা স্মরণ করে টোকিওতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি রানির ও রাজপরিবারের কাছ থেকে যে আন্তরিক আতিথেয়তা পেয়েছিলাম তার স্মৃতি অমলিন রয়েছে।’

সূত্র: রয়টার্স

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী