ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

আগামী তিন দিন চলবে নতুন সূচিতে অফিস

#

নিজস্ব সংবাদদাতা

২৭ জুলাই, ২০২৪,  5:36 PM

news image
ছবি: সংগৃহীত

আগামী তিন দিন সরকারি অফিস নতুন সূচিতে চলবে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। আজ শনিবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

জনপ্রশাসনমন্ত্রী বলেন, আগামীকাল রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস চলবে।

চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে ব্যাপক হতাহত ও সহিংসতার কারণে গত রবিবার থেকে মঙ্গলবার তিন দিন ছিল সাধারণ ছুটি। কারফিউ বা সান্ধ্য আইন চালু থাকলেও গত বুধবার থেকে সীমিত পরিসরে শুরু হয় সরকারি অফিস। গত বুধবার ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা ছিল অফিস।

ঢাকাসহ চার জেলায় আজও রয়েছে কারফিউ। তবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।

কারফিউ কবে থেকে তুলে নেওয়া হতে পারে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি হচ্ছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হলেই ধীরে ধীরে কারফিউ শিথিল করা হবে।’

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী