ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

আগুনে তিন সহোদরের বসতবাড়ি পুড়ে ছাই

#

১৩ ডিসেম্বর, ২০২১,  10:00 PM

news image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় রান্নাঘরের চুলা থেকে সৃষ্ট আগুনে তিন সহোদরের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা পুরাতন বাঘগুজারা গ্রামে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার মৃত আবু আহম্মদের ছেলে মৃত হাকিম আলী, মোহাম্মদ নুরুচ্ছফা ও নুরুল আমিনের পরিবার। এই দুর্ঘটনায় বসতবাড়ি ছাড়াও গবাদি পশু হাঁস মুরগী পুড়ে যাওয়ায় প্রায় ৩০ লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইউপি সদস্য শাহেদুল ইসলাম।

পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য শাহেদুল ইসলাম আরও জানান, সকালে তিন পরিবারের লোকজন এক কিলোমিটার দুরে খেতের কাজে যায়। সকাল ১১টার দিকে নুরুল আমিনের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে ছড়িয়ে পড়ে চতুর্দিকে। আগুন দেখে স্থানীয় বাসিন্দারা নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে না পারায় পুড়ে যায় তিন বসতবাড়ি ও গবাদিপশু হাঁস-মুরগী, মালামালসহ প্রায় ৩০ লক্ষ টাকার সম্পদ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গেলেও এর আগেই তিন বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পেকুয়া আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার শিক্ষক হাফেজ নুর মোহাম্মদ বলেন, পরিবারের লোকজনের অবর্তমানে মূহুর্তেই তিন ভাইয়ের বসতভিটা পুড়ে যায়। একই সাথে গৃহপালিত পশু-পাখি পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী