ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

আনোয়ারুজামান চৌধুরীর সমর্থনে যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে বিলেতের বাংলা মিডিয়ার সাথে মতবিনিময়

#

০৫ জুন, ২০২৩,  8:14 PM

news image

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের ও প্রবাসীদের প্রতিনিধি, মেয়র প্রার্থী, প্রবাসী বন্ধু আনোয়ারুজামান চৌধুরীর সমর্থনে যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে বিলেতের বাংলা মিডিয়ার সাথে বিশেষ মতবিনিময় সভা ৪ জুন রবিবার পূর্ব লন্ডনের লন্ডনবাংলা প্রেসক্লাব অফিসে অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জামাল আহমদ খানের পরিচালনায় মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের প্রেসিডেন্ট সুলতান মাহমুদ শরীফ, 


ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নইম উদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী । 


বাংলা মিডিয়ার সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্টাকালিন সম্পাদক নজরুল ইসলাম বাসন, বিশিষ্ট সাংবাদিক মতিয়ার চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রথম নির্বাহী সদস্য সাংবাদিক আহাদ চৌধুরী বাবু,চ্যানেল এসের রিপোর্টার রেজাউল করিম মৃদা, এটিএন বাংলার খালেদ মাসুদ রনি, এন টিভির কয়েস আহমদ রুহেল, বেতার বাংলার ও বাংলা সংলাপের আনিছুর রহমান আনিছ,বিশ্ব বাংলার মুস্তাফিজুর রহমান বেলাল, সময় টিভির তানভির হোসেন,ভিবিসির যুক্তরাজ্য প্রতিনিধি জুবায়ের আহমদ, সাপ্তাহিক পত্রিকার শাহ শামীম আহমদ ও সারওয়ার কবির । 


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবলীগের সহ সভাপতি সৈয়দ আজিজুর রহমান শামীম ও শেখ নূরুল ইসলাম জিতু।  যুগ্ম সাধারন সম্পাদক দেলওয়ার হোসেন লিটন, ফয়জুর রহমান ফয়েজ ও সৈয়দ আব্দুল মোমিন।

সংগঠনিক সম্পাদক বাবুল খান, মাহমুদ আলী দিলাল আহমদ ও মোহাম্মাদ আবু লেইস।   আরো উপস্থিত ছিলেন,আব্দুল বাসির, দুলাল আহমদ, দুদুমিয়া, শাহ মিনার আলী ও রুমেল আহমদ জুয়েল।

মতবিনিময় সভায় যুবলীগের পক্ষ থেকে বলা হয়, আসন্ন সিলেট সিটিকর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের পক্ষ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিলেতের সামাজিক, রাজনৈতিক আন্দোলন সংগ্রামের  তরুণ ও যুব সমাজের অন্যতম সক্রিয় সংগঠক, কমিউনিটির নিকট আস্থা ও ভরসার ঠিকানা জনাব,আনোয়ারউজামান চৌধুরী। 


একজন আনোয়ার উজামানের উপর আস্থা ও ভরসা রাখতে সকল স্থরের মানুষের কাছে আহবান পৌচে দিতে সংবাদ মাধ্যমের বিকল্প নেই । 

তারা বলেন,একজন প্রগতিশীল, মুক্ত,মননশীল চিন্তার মানুষ, আনোয়ারুজামান চৌধুরী, বরাবরই আপনাদের এবং সংবাদ ও গন মাধ্যমের প্রতি যথেষ্ট আন্তরিক ছিলেন এবং আপনাদের সমর্থণ ও সহযোগীতায় রাজনীতি,সমাজ ও মানবিক মর্যাদা সম্পন্ন কাজে এগিয়ে যেতে তাকে উৎসাহীত করেছে।  


আমরা বিশ্বাস করি সমাজ, রাষ্ট্র ও মানুষের প্রতি  দায়বদ্ধতার কারনে ব্যক্তি আনোয়ারুউজ্জামান চৌধুরী সর্বমহলে নিজেকে গ্রহণযোগ্য করতে পেরেছেন । 

একজন পরিক্ষিত রাজনীতিবিদ ও সমাজ ও দেশ উন্নয়নের ব্রত নিয়ে কাজ করা মানুষটির প্রতি আমাদের প্রবাসীরা বিভিন্ন ভাবে উপকৃত হয়েছি ৷ আমাদের প্রবাসীদের মৌলিক দাবী দাওয়া ও জায়গা জমিন,বাসা, বাড়ী সহ নানাবিধ সমস্যা সমাদানে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করা সময়ের দাবী ।

তাই আমরা বিশ্বাস করি বিলেতে বসবাসরত সকল স্থরের প্রবাসী তথা সিলেট সিটির ৪২টি ওয়ার্ডের প্রবাসীরা ঐক্যবদ্ধ ভাবে আগামী ২১ জুনের বহু প্রতিক্ষিত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আওয়ামী লীগ ও ঐক্যবদ্ধ প্রবাসীদের যোগ্য প্রতিনিধি আনোয়ার উজামান চৌধুরীকে নৌকা প্রতিকে নির্বাচিত করতে সাহায্য সহযোগীতা ও সমর্থন অব্যাহত রেখেছেন ।  বরাবরের মতন সার্বিক সহযোগীতা ও আনোয়ার উজামানের স্বপ্নের স্মার্ট,পরিকল্পিত, আধুনিক নগরী গঠণে সমর্থন সবিনয় প্রত্যাশা করি


সবার সহযোগীতা নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব পূর্ণ ভুমিকা রাখছে ৷ 


এবং তাহা আনোয়ারুজামান চৌধুরী সব সময় মনে ধারণ করেন ।আমরা বিশ্বাস করি সবার সহযোগীতা ও দোয়া নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের জনগনের এবং প্রবাসীদের প্রতিনিধি  নির্বাচিত হবেন । 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী