ঢাকা ০৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

আফগান-তাজিক সীমান্তে আবারও ভূমিকম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ এপ্রিল, ২০২৫,  4:53 PM

news image
ছবি: সংগৃহীত

আফগানিস্তান ও তাজিকিস্তানের সীমান্ত এলাকায় ৫.৯  মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টা ৪৮ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়। দ্বিতীয় সপ্তাহে টানা দ্বিতীয়বারের মতো এই সীমান্তে ভূমিকম্প হলো। এতে কেঁপে উঠেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবের বিভিন্ন অংশ-পেশোয়ার, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও লাহোরসহ বেশ কয়েকটি অঞ্চল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পাকিস্তান আবহাওয়া অধিদফতরের (পিএমডি) তথ্য অনুযায়ী,  ভূমিকম্পটির গভীরতা ছিল ৯৪ কিলোমিটার। এর উপকেন্দ্র ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত এলাকায়।

তবে জিএফজেড জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৮ এবং গভীরতা ছিল ৯২ কিলোমিটার। এদিকে মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, এটি ছিল ৫.৭ মাত্রার এবং গভীরতা ছিল ৯৪ কিলোমিটার।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হলে লোকজন আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসে।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়, তবে এখনো কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া লাহোর, গুজরাট ও ফয়সালাবাদসহ বিভিন্ন শহরে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

এক সপ্তাহ আগে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির কাছে ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানলেও কোনও প্রাণহানি হয়নি। ওই ভূমিকম্পের এক ঘণ্টা আগে আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে আরও দুটি ভূমিকম্প হয়। এগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৪.৩ ও ৩.৮।

চলতি বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে পাকিস্তানে প্রায় ২০টি নিম্ন-মাত্রার ভূমিকম্প হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে একটির বেশি।

তিনি জানান, পাকিস্তান তিনটি প্রধান টেকটনিক প্লেট-আরবীয়, ইউরো-এশীয় ও ভারতীয়-এর সংযোগস্থলে অবস্থিত। এর ফলে দেশটিতে পাঁচটি ভূমিকম্পপ্রবণ এলাকা রয়েছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী