ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

আফ্রিকায় খরার কবলে ৭ কোটি মানুষ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ আগস্ট, ২০২৪,  6:41 PM

news image
ছবি: সংগৃহীত

আফ্রিকা মহাদেশীয় ৬ কোটি ৮০ লাখ মানুষ খরার কবলে ভুগছে। আর এতে ওই অঞ্চলে ফসল ও গবাদি পশুর উৎপাদন কমে যাওয়ায় এরইমধ্যে বেশ কয়েকটি দেশে খাদ্য সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতির বিষয়ে শনিবার হুঁশিয়ারি দিয়েছে আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় ব্লক এসএডিসি । খবর আল জাজিরার।

১৬টি আফ্রিকান দেশের প্রধান শনিবার জিম্বাবুয়ের রাজধানী হারারেতে বৈঠকে বসেছিল। সেখানে তারা খরা পরিস্থিতি ও খাদ্য নিরাপত্তা নিয়ে কথা বলেন।

চলতি বছর শুরুর দিকে খরা দেখা দেয়। এতে ক্ষতিগ্রস্ত হয় ফসল ও গবাদিপশু উৎপাদন। দেশজুড়ে দেখা দেয় খাদ্যসংকট। প্রভাব পড়ে বৃহত্তর অর্থনীতিতেও।

এসএডিসির নির্বাহী সচিব ইলিয়াস মাগোসি বলেন, এই অঞ্চলের ১৭ শতাংশ মানুষ খরার কবলে, সংখ্যায় যা ৬ কোটি ৮০ লাখ। তিনি বলেন, ‘এ বছরে বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি হয়নি। যার প্রভাব পড়েছে আবহাওয়ায়।

জাতিসংঘ বলেছে, আফ্রিকার দক্ষিণাঞ্চল বিগত ১০০ বছরের মধ্যে সবচেয়ে শুষ্ক ফেব্রুয়ারি দেখেছে এবার। ওই অঞ্চল এবার স্বাভাবিক বৃষ্টিপাতের মাত্র ২০ শতাংশ পেয়েছে। তাপমাত্রাও গড়ের চেয়ে কয়েক ডিগ্রি বেশি ছিল।

খরার কারণে দক্ষিণ আফ্রিকার দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জিম্বাবুয়ে, মালাউই ও জাম্বিয়া।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী