ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

আবারো মেয়র হলেন লুৎফুর রহমান

#

০৭ মে, ২০২২,  3:56 PM

news image

তৃতীয়বারের মতো যুক্তরাজ্যে লন্ডনের টাওয়ার হ্যামলেটস পৌর অঞ্চলের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর রহমান। আগামী চার বছর তার হাতে থাকবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন টাউন হলের দায়িত্ব।

গত বৃহস্পতিবার (৫ মে) ওই পৗর অঞ্চলের মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। আর ভোট গণনা শেষে গতকাল শুক্রবার (৬ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ক্যানারি ওয়ার্ফের ইস্ট উইন্টার গার্ডেনে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে সাবেক মেয়র বাংলাদেশি লুৎফুর রহমানকে বিজয়ী ঘোষণা করা হয়।

এ বিজয়ের ফলে সাত বছর পর আবারো টাওয়ার হ্যামলেটসের টাউনে হলে ফিরলেন লুৎফুর রহমান। 

এর আগে ২০১০ সালে প্রথমবারের মতো মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন লুৎফুর। কিন্তু ২০১৪ সালে দ্বিতীয়বার নির্বাচিত হলেও ২০১৫ সালে আদালতের রায় তাকে ক্ষমতা ছাড়তে হয়। পরে তাকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য হিসেবে ঘোষণা দেন আদালত। 

নির্বাসন থেকে ফিরেই ব্রিটেনের রাজনীতিতে তাক লাগিয়ে দিয়েছেন এই এথনিক কমিউনিটির মেয়র। যেখানে সমগ্র লন্ডনে লেবার দলের একক আধিপত্য সেখানে এস্পয়ার পার্টির মত নতুন দলের কাছে পরাজিত হয়েছেন দুই বারের লেবার দলীয় মেয়র জন বিগস। বিজয়ী হবার পর সকল কৃতিত্ব বারার জনগণকে নিয়েছেন লুৎফুর রহমান। 

তিনি বলেছেন, ‘আগামীতে আমি কি করব সেটার ভিত্তিতেই আমাকে বিচার করবে জনগণ।’

নির্বাচনে লুৎফুর রহমান পেয়েছেন ৪০ হাজার ৮০৪ ভোট, আর লেবার পার্টি জন বিগস পেয়েছেন ৩৩ হাজার ৪৮৭ ভোট। লিবডেম প্রার্থী রাবিনা খান পেয়েছেন ৬৪৩০ ভোট।

এই বিজয়কে জনগণের বিজয় বলে উল্লেখ ফলাফল ঘোষণার পর গতকাল শুক্রবার মেয়র লুৎফুর রহমান নির্বাচন কেন্দ্রের বাইরে এসে সমর্থকদের প্রতি কতৃজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি শুধু একটি কমিউনিটির জন্য নয় সবার জন্য কাজ করব।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী