আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয়
ক্রীড়া ডেস্ক
০৫ নভেম্বর, ২০২৫, 8:20 PM
ক্রীড়া ডেস্ক
০৫ নভেম্বর, ২০২৫, 8:20 PM
আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয়
আসন্ন আবুধাবি টি-১০ লিগে দল পেয়েছেন বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার খেলবেন রয়্যাল চ্যাম্পসে। এবারই প্রথম দল নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এ ছাড়া নিজেদের উদ্বোধনী আসরকে সামনে রেখে ইংল্যান্ডের আগ্রাসী ওপেনার জেসন রয়–কে দলে ভিড়িয়েছে রয়্যাল চ্যাম্পস।
আগামী ১৯ নভেম্বর ২০২৫ তারিখে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ভিস্তা রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে দলটি। বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দলে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,
“রয়্যাল চ্যাম্পসে যোগ দিতে পেরে আমি ভীষণ উচ্ছ্বসিত। আবুধাবি টি-১০ লিগ একটি রোমাঞ্চকর ফরম্যাট, যেখানে দ্রুততা, দক্ষতা ও দলগত সমন্বয়ই মূল চাবিকাঠি। আমাদের দলে অভিজ্ঞতা ও প্রতিভা ও দক্ষতার চমৎকার মিশ্রণ রয়েছে—আশা করছি আমরা একসঙ্গে দারুণ কিছু করতে পারব।”
তিনি আরও বলেন, “রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলা একটি নতুন চ্যালেঞ্জ। আমরা একটি শক্তিশালী দল গঠন করেছি, যারা দর্শকদের উপভোগ্য ক্রিকেট উপহার দেবে। প্রথম ম্যাচ থেকেই আমি শতভাগ দিতে প্রস্তুত।”
রয়্যাল চ্যাম্পসের আইকন খেলোয়াড় জেসন রয় বলেন, “এই লিগের উদ্বোধনী মৌসুমে রয়্যাল চ্যাম্পসের অংশ হতে পেরে আমি সত্যিই উচ্ছ্বসিত। দ্রুততম এই ফরম্যাটে নিজের সেরাটা দিতে চাই। আমাদের দলে আন্তর্জাতিক তারকা ও তরুণ প্রতিভাদের দুর্দান্ত সমন্বয় রয়েছে।”
দলের প্রধান কোচ স্যার কার্টনি ওয়ালশ বলেন, “সাকিব ও রয় এমন দুটি নাম, যারা অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ দিয়ে দলের মনোবল বাড়াবে। তাদের উপস্থিতি রয়্যাল চ্যাম্পসকে আরও শক্তিশালী করে তুলবে।”