ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

আমলা ও রাজনীতিবিদদের দুর্নীতি নিয়ে যা বললেন কাদের

#

নিজস্ব সংবাদদাতা

২৬ জুন, ২০২৪,  5:10 PM

news image
ছবি: সংগৃহীত

প্রশাসনের বর্তমান ও সাবেক একাধিক কর্মকর্তার অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধানের মধ্যে আমলা ও রাজনীতিবিদদের দুর্নীতি নিয়ে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

তার মতে, দুর্নীতি শুধু আমলারাই করেন, আর রাজনীতিবিদরা করেন না, এটা বলা ঠিক না। তাই কারো ওপর অভিযোগ তোলার আগে আয়নায় নিজের চেহারা দেখার পরামর্শ দেন সেতুমন্ত্রী। 

বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বান সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, করাপশন ইজ অ্যা ওয়ে অব লাইফ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এটা বাংলাদেশে বিচ্ছিন্ন কোনও বিষয় নয়। এখানে দুর্নীতি নেই, এমন দাবি তো আমরা করছি না। 

‘আর দুর্নীতি সরকারি কর্মকর্তারা করে, রাজনীতিবিদরা করে না; এটা তো বলা ঠিক নয়। কারণ, আমরা যখন কথা বলি, আমি সবার কথাই বলছি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা উচিত। আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে বলছি। আর আমার এখানেও তো করাপশন আছে, নেই? অবশ্যই আছে।

এ সময় দুর্নীতি দমনে প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথাও তুলে ধরেন ওবায়দুল কাদের। বলেন, আমি মনে করি এখানে দুদক আছে। আর দুদককে প্রধানমন্ত্রী একেবারে জিরো টলারেন্সের নীতিতে অটল থাকতে বলেছেন। 

‘দুদক স্বাধীন প্রতিষ্ঠান। দুর্নীতি যেই করুক সরকারের জিরো টলারেন্স, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স, দুর্নীতির তদন্ত করার অধিকার দুদকের আছে। এ স্বাধীনতায় সরকার কোনও হস্তক্ষেপ করেনি এবং করবেও না,’ যোগ করেন তিনি। কেউ দুর্নীতি করে ছাড় পাবে না বলেও হুঁশিয়ার করে দেন সরকারের প্রভাবশালী এই নীতি নির্ধারক। 

বিদেশ ফেরত যাত্রীদের লাগেজ পরিবহনের সংকট দূর করতে বিমানবন্দরে এদিন থেকে চালু হলো শাটল বাস সেবা। শুরুতে বিআরটিসির দুটি বাস চলবে। প্রয়োজনে বাসের সংখ্যা বাড়ানো হবে। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী