ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

আমাদের গণতন্ত্রের আন্দোলন ছিনতাই হয়ে দেশে নব্য স্বৈরাচার নব্য ফ্যাসিবাদ কায়েম হয়েছে!

#

নিজস্ব সংবাদদাতা

২৭ ফেব্রুয়ারি, ২০২৫,  8:04 PM

news image

ডেস্ক রিপোর্ট:- চট্টগ্রাম লালদিঘী ময়দানে ২৮শে ফেব্রুয়ারি ইনসানিয়াত বিপ্লবের অনুষ্ঠিতব্য মানবতার রাজনীতি মহাসমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে সংগঠনের চট্টগ্রাম জেলা কার্যালয়ে আজ এক সংবাদ সম্মেলন আয়োজিত হয়।

সংবাদ সম্মেলনে ইনসানিয়াত বিপ্লব নেতৃবৃন্দ বলেন, সব ধর্ম-মত-পথ-আদর্শের-সব দলের-সব মানুষের নিরাপত্তা- জীবনের স্বাধীনতা-বাকস্বাধীনতা-নাগরিকত্ব-ভোটাধিকার পুনরুদ্ধারের জন্যই আমরা ইনসানিয়াত বিপ্লব ও জনগণ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার সংগ্রাম করেছি যার ফলে অন্তবর্তী সরকার এসেছে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য। অথচ এই অন্তবর্তী সরকার দলনিরপেক্ষ না হয়ে পক্ষপাতদুষ্ট হয়ে আমরা ইনসানিয়াত বিপ্লবের সাংবিধানিক অধিকার হরণ ও বাকস্বাধীনতা রুদ্ধ করে গণতন্ত্রের মূলে এবং রাষ্ট্রের অস্তিত্বের মূলে কুঠারাঘাত করেছে।

ইনসানিয়ার বিপ্লব চট্টগ্রাম জেলা শাখার আয়োজিত এ সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, মানবতার রাজনীতির সমাবেশ অনুমতি না দিয়ে ক্ষমতাসীন গোষ্ঠী প্রমাণ করল তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা মানবাধিকার ও গণতন্ত্রের শত্রু, তাদের চরিত্র পূর্বের স্বৈরাশাসনের চেয়েও গণতন্ত্রবিরোধী ও নিপীড়নমূলক এবং মিথ্যা ভিত্তিক ।

তাঁরা বলেন, ইনসানিয়াত বিপ্লবের মানবতার রাজনীতির সমাবেশ বন্ধ করে তারা সংবিধান লঙ্ঘন করেছেন এবং রাষ্ট্রকে একক গোষ্ঠীবাদি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দিয়েছেন।

ইনসানিয়াত বিপ্লবের নেতৃবৃন্দ অন্তবর্তী সরকারকে আগের মত স্বৈরাচারি ফ্যাসিবাদি চরিত্র অনুসরণ না করে, রাজনৈতিক দলের কন্ঠরোধ বাক স্বাধীনতা হরণ না করে, মিথ্যা মামলা ও রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করে নিপীড়ন না চালিয়ে, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আতঙ্কমুক্ত-রুদ্ধতামুক্ত- বৈষম্যমুক্ত গণতান্ত্রিক পরিবেশ জারি রাখার আহ্বান জানান।

ইনসানিয়াত বিপ্লব জীবনের স্বাধীনতা ও জীবনের নিরাপত্তা রক্ষায় এবং একক গোষ্ঠীবাদি স্বৈরদস্যুতন্ত্র থেকে রাষ্ট্র ও ধর্ম এবং গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় জনগণকে মানবতার রাজনীতির
ভিত্তিতে ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত ও জেলা শাখার নেতৃবৃন্দ।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী