ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

আমেরিকার নির্বাচনে ব্যালটে স্থান পেল বাংলা ভাষা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ নভেম্বর, ২০২৪,  12:18 PM

news image
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্যালট পেপারে প্রথমবারের মতো স্থান পেয়েছে বাংলা ভাষা। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নিউইয়র্ক রাজ্যের নির্বাচনী ব্যালটে চীনা, স্প্যানিশ এবং কোরিয়ানের পাশাপাশি বাংলা ভাষাও অন্তর্ভুক্ত হয়েছে। 

নিউইয়র্ক অঙ্গরাজ্যটি যুক্তরাষ্ট্রের অন্যতম অভিবাসী অধ্যুষিত এলাকা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই রাজ্যে দুই শতাধিক ভাষায় কথা বলা হয়। এর মধ্যে হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, তামিলসহ আরও বিভিন্ন ভারতীয় ভাষা অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই নির্বাচনে ভারতীয় উপমহাদেশের ভাষাগুলোর মধ্যে এটিই প্রথমবার নিউইয়র্কের ব্যালট পেপারে ছাপা হলো। যা বাংলা ভাষাভাষী সম্প্রদায়ের জন্য একটি বড় অর্জন।

নিউইয়র্ক রাজ্যের নির্বাচন বোর্ডের নির্বাহী পরিচালক মাইকেল জে রায়ান সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে এ খবর জানান। তিনি বলেন, "নিউইয়র্কের অভিবাসী ভোটারদের সুবিধার জন্য ইংরেজির পাশাপাশি এই চারটি ভাষা অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" রায়ান আরও বলেন, "নিউইয়র্কের বিভিন্ন শহরে অভিবাসী জনগোষ্ঠীর সংখ্যা অনেক। তাদের ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়াকে সহজতর করতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

প্রেসিডেন্ট নির্বাচনে বাংলা ভাষার স্থান পাওয়ার প্রতিক্রিয়ায় ‍নিউইয়র্ক প্রবাসী ভারতের পশ্চিমবঙ্গের শুভাশীষ বলেন, আমি ইংরেজি ভাষায় দক্ষ। তবে এখানে আমাদের কমিউনিটিতে এমন অনেক মানুষ আছেন, যারা বাংলা ভাষার ব্যালট পেপার দেখলে স্বস্তি বোধ করবেন। ভোটকেন্দ্রে এটি তাদের জন্য সহায়ক হবে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী