ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে সারাদিন ‘ফ্রি’ চা খাওয়াচ্ছেন ইব্রাহিম

#

১৯ ডিসেম্বর, ২০২২,  3:33 PM

news image

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে সারাদিন ফ্রি চা খাওয়াচ্ছেন আর্জেন্টিনার সার্পোটার ও মেসি ভক্ত মাগুরার  চা দোকানী ইব্রাহিম হোসেন ওরফে মোহামেডান। এর আগে বিশ্বকাপ শুরু হলে তিনি তার পুরো চায়ের দোকানকে আর্জেন্টিনার পতাকার রংয়ে রং করে আলোচনায় আসেন। ইব্রাহিম হোসেন মোহামেডান মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী গ্রামের লিয়াকত হোসেনের ছেলে। চা দোকানীর পাশাপাশি মোহামেডান নিজেও একজন কৃতি ফুটবলার। মাগুরা জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড়। বর্তমানে তিনি মাগুরা ইয়াং স্টার একাডেমির একজন নিয়মিত মিডফিল্ডার। শহরের ইসলামপুর পাড়ায় পূর্বাশা সিনেমা হলের সামনে মোহামেডানের চায়ের দোকান। 

রোববার (১৮ ডিসেম্বর) রাতে খেলা শুরুর আগেই ঘোষণা দেন আর্জেন্টিনা ফাইনালে বিজয়ী হলে সারাদিন তার দোকানে আগত মানুষদের তিনি ফ্রি (বিনা টাকায়) চা খাওয়াবেন।


মোহামেডান জানান, তিনি আর্জেন্টিনার সমর্থক এবং মেসির অন্ধ ভক্ত। যে কারণে বিশ্বকাপ শুরু হলে সে তার পুরো চায়ের দোকান আর্জেন্টিনা পতাকার রংয়ে রং করিয়েছেন। এর পাশাপাশি যে দিনই আর্জেন্টিনার খেলা থাকে তিনি জার্সি পরে খেলা দেখেন ও অন্য সমর্থকদের সাথে বিজয় উল্লাসে মেতে ওঠেন। আর্জেন্টিনার বিজয়ে তিনি খুবই আনন্দিত।


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী