ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

আলোচিত ওসি জায়েদ নূর প্রত্যাহার

#

নিজস্ব সংবাদদাতা

০৩ জুলাই, ২০২৫,  12:17 AM

news image

মোরশেদ আলম, পটিয়া,  চট্টগ্রাম: টানা আন্দোলন, অবরোধ আর চাপের মুখে শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হলো চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে। বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তাকে পটিয়া থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম।

ওসি অপসারণ ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান দাবি। এই দাবিকে কেন্দ্র করে দিনভর উত্তাল ছিল পটিয়া। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইন্দ্রপুল অংশে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দীর্ঘ ৯ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এতে উভয় পাশে সৃষ্টি হয় ভয়াবহ যানজট, চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

একই সময়ে চট্টগ্রাম নগরীতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা ডিআইজি কার্যালয়ের সামনে জাকির হোসেন সড়কে অবস্থান নেন ও বিক্ষোভ দেখান। দুই দফা অবরোধে প্রশাসনের ওপর বাড়ে প্রবল চাপ।

আন্দোলনের সূত্রপাত ঘটে মঙ্গলবার রাতে ছাত্রলীগের নেতা দীপঙ্কর দে-কে আটককে কেন্দ্র করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা দাবি করেন, তার বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ মামলা নিতে গড়িমসি করে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিপেটার ঘটনা ঘটে।

সবশেষে, প্রশাসনের পক্ষ থেকে ওসি জায়েদ নূরকে প্রত্যাহার করে আন্দোলনকারীদের অন্যতম দাবি পূরণ করা হলো। তবে এতে আন্দোলন পুরোপুরি স্থগিত হয়েছে কিনা, তা এখনো পরিষ্কার নয়।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী