ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

ইউক্রেন সফরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ ফেব্রুয়ারি, ২০২৫,  3:44 PM

news image
ছবি: সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় নতুন আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। বুধবার কিয়েভ সফরকালে তিনি ৬ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার সহায়তা প্যাকেজের কথা জানান। এ অর্থ ইউক্রেনের শক্তি খাত, ব্যবসা পুনরুদ্ধার ও সামাজিক সুরক্ষা প্রকল্পে ব্যয় হবে বলে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে।  


ল্যামি বলেন, "রাশিয়ার বিরুদ্ধে লড়াইসহ সবক্ষেত্রে ইউক্রেনকে সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে আমাদের প্রতিশ্রুতি অটুট।" গত বছর দায়িত্ব নেওয়ার পর এটিই তার ইউক্রেনে দ্বিতীয় সফর। এ সময় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। আলোচনায় ইউক্রেনে ব্রিটেন ও আন্তর্জাতিক অংশীদারদের ভবিষ্যৎ সহায়তা পরিকল্পনা গুরুত্ব পায়।  


এই সফরটি এসেছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক জোরদারে তৎপর কিয়েভ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ দ্রুত সমাপ্তির ইঙ্গিত দিলেও পশ্চিমা মিত্রদের সমর্থন অব্যাহত রয়েছে।  


নতুন প্যাকেজের আওতায় উদ্ভাবনী শক্তি প্রকল্পে ১ কোটি ৭০ লাখ, ব্যবসা পুনরুদ্ধারে ১ কোটি ও পরিবার কল্যাণে ২.৫ কোটি পাউন্ড দেওয়া হবে। 


২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণ আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৯৭ কোটি ৭০ লাখ পাউন্ড সহায়তা দিয়েছে ব্রিটেন। এছাড়া, ইউক্রেনকে বার্ষিক ৩০০ কোটি পাউন্ড সামরিক সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি রয়েছে লন্ডনের।  

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী