ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

ইসলামি মহাসম্মেলনে জনতার ঢল

#

নিজস্ব সংবাদদাতা

০৫ নভেম্বর, ২০২৪,  12:13 PM

news image
ছবি: সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পূর্ব ঘোষিত ইসলামি মহাসম্মেলনে অংশ নিতে আজ মঙ্গলবার ভোর থেকেই আলেম-ওলামা ও সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন। দাওয়াত ও তাবলিগ, মাদারেসে কওমিয়া এবং ইসলামের রক্ষণাবেক্ষণের লক্ষ্যে আয়োজিত এই সম্মেলন শুরু হয় সকাল ৯টায় এবং চলবে দুপুর ১টা পর্যন্ত।

সাম্প্রতিক বছরগুলোতে তাবলিগ জামাতের অভ্যন্তরে মতবিরোধের কারণে বিশ্ব ইজতেমা দুই পর্বে আয়োজন করা হচ্ছে। সাধারণত মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা দ্বিতীয় পর্বে ইজতেমা আয়োজন করেন। তবে এবছর তারা প্রথম পর্বে ইজতেমার দাবি জানালে কওমি আলেমরা তা প্রতিহত করতে এই ইসলামি মহাসম্মেলনের ডাক দেন। 

সোমবার এই বিষয়ে আলোচনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উভয়পক্ষকে ডাকা হয়েছিল। তবে উপস্থিত হন কেবল মাওলানা সাদের অনুসারীরা। মন্ত্রণালয় সভা শেষে দুই পর্বের ইজতেমার তারিখ নির্ধারণ করলেও, কোন পক্ষ কোন পর্বে ইজতেমা করবে তা পরে ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়। 

মাওলানা সাদের অনুসারীদের প্রতিনিধি মুয়ায বিন নুর বলেন, “আমরা বৈষম্য চাই না, প্রথম পর্বে ইজতেমা করতে চাই। মাওলানা সাদকে যেকোনো মূল্যে দেশে আনতে চাই।”

এ বিষয়ে জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক জানান, “দাওয়াত ও তাবলিগের শান্তিপূর্ণ কাজে মাওলানা সাদ সাহেবের অনুসারীরা প্রথম পর্বে ইজতেমা করার চেষ্টা করছেন। যা দাওয়াত ও তাবলিগের মূল মেহনতকে ব্যাহত করছে।” তিনি আরও বলেন, “সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন ইসলামের ঐক্য ও কওমি মাদরাসার রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী