ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

একদিনে ১৬০ বারেরও বেশি ভূমিকম্পে কাঁপল ইতালির নেপলস

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ মে, ২০২৪,  9:31 AM

news image
ছবি: সংগৃহীত

একদিনে ১৬০ বারেরও বেশি ভূমিকম্পে কেঁপে উঠেছে ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর নেপলস। গত রাতে এসব ভূমিকম্প অনুভূত হয়।

মঙ্গলবার (২১ মে) রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে নেপলসে ১৬০ বারেরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল ৪ দশমিক ৪ মাত্রার। দেশটির পোজুলি শহরের কাছে স্থানীয় সময় রাত আটটার দিকে এই ভূমিকম্পটি আঘাত হানে।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) বলেছে, গত ৪০ বছরের মধ্যে এটিই ছিল এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, নেপলস ও এর আশপাশে একের পর এক ভূমিকম্প অনুভূত হলে বাড়িঘর খালি করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় অনেক স্কুল।

ভূমিকম্পের পর পোজুলিতে শতাধিক তাঁবু তৈরি করা হয় এবং কিছু বাসিন্দা রাতের বেশিরভাগ সময়ই রাস্তায় ছিলেন। অনেকে আত্মীয়দের সঙ্গে থাকতে অন্যত্র চলে যান।

নেপলসের এক বাসিন্দা একটি গণমাধ্যমকে বলেন, তারা কখনও এত শক্তিশালী ভূমিকম্প অনুভব করেনি।

ইল মাত্তিনো পত্রিকাকে এক বাসিন্দা বলেন, ‘ভূমিকম্প এতো জোরাল ছিল যে, মনে হয়েছিল কম্পন কখনও শেষ হবে না।’

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী