ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

একাই ১২০০ কি.মি. পথ পাড়ি দিয়েছে ১১ বছরের শিশুর

#

০৯ মার্চ, ২০২২,  10:21 AM

news image
১১ বছর বয়সী এক বালক হাসান

অনলাইন ডেস্ক : ১১ বছর বয়সী এক বালক পূর্ব ইউক্রেন থেকে ১ হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্লোভাকিয়ায় গেছে। তার সঙ্গে ছোট দুটি ব্যাগ, একটি পাসপোর্ট ও স্বজনদের ফোন নম্বর ছাড়া কিছুই ছিল না।

খবরে বলা হয়, মা ও নানির সঙ্গে জেপোরিজিয়ায় থাকত ১১ বছর বয়সী এক বালক হাসান। কিন্তু বৃদ্ধ মাকে রেখে তার মা শহর ছাড়তে পারেনি। যে কারণে ছোট্ট হাসানকে একাই ট্রেনে তুলে দেন তিনি। যখন সে শেষপর্যন্ত সীমান্তে পৌঁছায়, তখন শুল্ক কর্মকর্তারাও তাকে সহায়তা করেছেন। কর্মকর্তারা বলেন, এই হাসানই হচ্ছে সত্যিকারের নায়ক। নিজের হাসি দিয়ে সে সবার মন জয় করেছে।

হাসান যখন সীমান্তে আসে, তখন তার কাছে ছিল প্লাস্টিকের একটি ব্যাগ, একটি লাল ব্যাকপ্যাক ও তার পাসপোর্ট। এরপর স্বেচ্ছাসেবীরা তার দায়িত্ব নেন, তাকে খাবার ও পানি দেন। পরে সীমান্ত কর্মকর্তারা স্লোভাক রাজধানী ব্রাতিস্লাভায় তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন।

স্লোভাক পুলিশের পোস্ট করা এক ভিডিওতে পুলিশসহ যারা তার ছেলেকে সহায়তা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায় তার মাকে। রুশ আগ্রাসনের মুখে তার ছেলে একাই কেন পুরো ইউক্রেন পাড়ি দিয়েছে, সেই ব্যাখ্যাও দেন তিনি।

তার মা জুলিয়া পিসাকা বলেন, আমাদের শহরের পাশেই একটি বিদ্যুৎ প্ল্যান্টে রাশিয়া গোলা নিক্ষেপ করছে। আমার মা নিজে চলাচল করতে পারেন না। তাকে একা রেখে আমার কোথাও যাওয়া সম্ভব ছিল না। যে কারণে সন্তানকে একাই আমি স্লোভাকিয়ায় পাঠিয়ে দিয়েছি।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী