ঢাকা ০৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

এখনও কামড়ানোর অভ্যাস যায়নি সুয়ারেজের

#

ক্রীড়া ডেস্ক

১৫ এপ্রিল, ২০২৫,  3:50 PM

news image
ছবি: সংগৃহীত

২০১০ সালে আয়াক্সে খেলার সময় পিএসভি স্ট্রাইকার উসমান বাক্কালকে কামড় দিয়ে আলোচনায় এসেছিলেন লুইস সুয়ারেস। ওই ঘটনায় সাত ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন উরুগুয়ে স্ট্রাইকার। সে নিষেধাজ্ঞা সুয়ারেসকে বদলাতে পারেনি। পরবর্তীতে আরও দুবার একই ‘কীর্তি’ করে বসেন তিনি।

২০১৩ সালে চেলসির ব্রানিসলাভ ইভানোভিচকে কামড়ে দেওয়ার ২০১৪ বিশ্বকাপে ইতালির ডিফেন্ডার কিয়েলিন্নির কাঁধে কামড় দিয়ে বসেন সুয়ারেস। এ দুই ঘটনায় যথাক্রমে ১০ ম্যাচ ও ৪ ম্যাচ নিষিদ্ধ হন।

শেষ বার কামড়ের এক দশকের বেশি সময় পেরিয়ে যাওয়ায় মনে হয়েছিল, সুয়ারেস বোধহয় ‘ভালো’হয়ে গেছেন, আর কাউকে কামড় দেবেন না। কিন্তু সে ভাবনা আবারও ভুল প্রমাণিত করেছেন ইন্টার মায়ামি তারকা। এবার প্রতিপক্ষ নয়, সতীর্থ ইয়র্দি আলবাকেই কামড় দিয়েছেন সুয়ারেস!

শুনতে অবিশ্বাস্য মনে হলেও ইন্টারনেটে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এমনটাই দেখা গেছে। ঘটনা গত ১০ এপ্রিলের। লস অ্যাঞ্জেলস ডিফেন্ডার মারলন সান্তোসের এক ট্যাকলের ঘটনাকে কেন্দ্র করে দুদলের খেলোয়াড়রা বিবাদে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে হাতাহাতিও শুরু হয়। এমন জটলার মধ্যে সতীর্থ আলবার কাঁধে হাত দিয়ে প্রতিপক্ষের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করছিলেন সুয়ারেস।

কিন্তু আলবার কাঁধে হাত রাখার সময় ঘাড়ে জোরে চাপ দিয়েছিলেন উরুগুয়ে স্ট্রাইকার। আলবা যে তাতে ব্যথা পেয়েছেন, সেটা তার অভিব্যক্তিতেই স্পষ্ট ছিল। ব্যথায় কোঁকড়ানোর সময় আলবার হাত গিয়েছিল সুয়ারেসের মুখের সামনে, আর সুযোগ বুঝে আঙুলে কামড় দিয়ে বসেন সুয়ারেস! এ সময় প্রতিপক্ষ স্ট্রাইকার অলিভিয়ের জিরু এসে সুয়ারেসের কাছ থেকে আলবাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী