ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

এবার গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলি অভিযান, নিহত ৭০

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ জুন, ২০২৪,  9:54 AM

news image
ছবি: সংগৃহীত

উত্তর দক্ষিণাঞ্চলের পর এবার গাজার মধ্যাঞ্চলে অভিযান চালাচ্ছে ইসরায়েল। অভিযানের মধ্য দিয়ে বুরেজ শরণার্থী শিবিরের পূর্বাঞ্চল গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ শহর নিয়ন্ত্রণে রাখার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে তথ্য জানা গেছে। 

গাজার মধ্যাঞ্চলে তীব্র বোমা হামলার কথা জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। দাতব্য সংস্থা মেডেসিনস স্যান্স ফ্রন্টিয়েরেস জানিয়েছে, হামলায় অনেকে হতাহত হয়েছে। মঙ্গলবার থেকে অন্তত ৭০ জনের মরদেহ ৩০০ জন আহত ব্যক্তিকে দেইর আল-বালাহ শহরের আল-আকসা হাসপাতালে আনা হয়েছে। নিহতদের অধিকাংশ নারী শিশু বলে জানিয়েছে দাতব্য সংস্থাটি।

ইসরায়েলের দাবি, তাদের সেনারাসন্ত্রাসী এবং সন্ত্রাসীদের অবকাঠামোর বিরুদ্ধেঅভিযান শুরু করেছে। বুধবার ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে। 

এদিকে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির লক্ষ্যে আলোচনা চলছে। আমেরিকা, মিশর কাতারের মধ্যস্থতাকারীদের মধ্যে দোহা এবং কায়রোতে আলোচনা চলার সময় এমন অভিযানের খবর এল। 

গত বছর অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তে হামাসের আকস্মিক হামলায় প্রায় হাজার ২০০ জন নিহত হন। ছাড়া ওই সময় অন্তত ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। এরপর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। মাস ধরে চলা ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছে সাড়ে ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছে ৮৩ হাজারের বেশি মানুষ।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী