ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মা চেমন আরা বেগম এর ইন্তেকাল, জানাযায় লাখো মানুষের ঢল

#

নিজস্ব সংবাদদাতা

২০ অক্টোবর, ২০২৪,  7:47 PM

news image

পটিয়া: এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মা চেমন আরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২০ অক্টোবর) সাড়ে দশটার দিকে রাজধানী বনানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছে ৯৫ বছর। তিনি সাত ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। 

পটিয়া পৌরসভা ৪ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর গোফরান রানা জানান, বার্ধক্যজনিত রোগে রাজধানী ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবিবার দুপুরে হেলিকপ্টারে করে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আনেন। বাদে আসরের নামাজের পর পটিয়া আর্দশ স্কুল বিদ্যালয়ের মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পটিয়া পৌরসভার ৪ নং ওয়াডের এস আলম জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

মরহুম চেমন আরা বেগম বাংলাদেশ আওয়ামী লীগ প্রয়াত প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর এর বড় বোন এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এর ফুফু।

এদিকে, চেমন আরা বেগমের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পটিয়ার সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, মোতাহেরুল ইসলাম চৌধুরী, সামশুল হক চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া, দিদারুল আলম দিদার, জাপার প্রেসিডিয়াম সদস্য সোলাইমান শেঠ, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক এনামুল হক এনাম,  এয়াকুব গ্রুপের চেয়ারম্যান এম এয়াকুব আলী, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, সদস্য সচিব গাজী আবু তাহের, সাবেক মেয়র আইয়ুব বাবুল, অধ্যাপক হারুনুর রশিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক বদরুল খায়ের চৌধুরী, মোজাম্মেল হক, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবদুল মোনাফ, দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি চেয়ারম্যান শফিকুল ইসলাম, চেয়ারম্যান জসিম উদ্দিন মাষ্টার, বিএনপি নেতা জাহেদুল হক, তৌহিদুল আলম, শফিকুল ইসলাম চেয়ারম্যান, রেজাউল করিম নেছার চেয়ারম্যান, জিল্লুর রহমান, শাহজাহান চৌধুরী, ইদ্রিস পানু, পটিয়া জমিরিয়া আল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক আল্লামা আবু তাহের নদভী কাসেমী, আমির ভান্ডার দরবার শরীফের শাহসূফি সৈয়দ ফরিদুল আবছার শাহ আমিরী, পটিয়া জামায়াতের আমির সেলিম উদ্দিন মাস্টার, আবুল হোসাইন, শেখ নাছের, পটিয়া প্রেস সভাপতি এটিএম তোহা, সাধারণ সম্পাদক মোঃ গোলাম কাদের, সহ-সভাপতি শফিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আনম সেলিম, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, প্রচার সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ মোরশেদ আলম, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, সদস্য রনি কান্তি দেব, হেলাল উদ্দিন নিরব, শহিদুল ইসলাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) বোর্ড সদস্য নজরুল ইসলাম, জেলা যুবদলের সহ সভাপতি আনোয়ার হোসেন মিয়া, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ মনির।

উল্লেখ্য, গত ৫ আগস্ট দেশের পরিবর্তিত পরিস্থিতির পূর্বেই এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ তার পরিবারের সকল সদস্য দেশ ত্যাগ করে সিঙ্গাপুরে অবস্থান করছে বলে জানা যায়। যার ফলে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদসহ পরিবারের কোন সদস্যই মরহুমার নামাজে জানাযা ও শেষ বিদায়ে উপস্থিত থাকতে পারছেন না বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী