ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

ওভেনের ভেতর থেকে উদ্ধার হল দুই মাসের শিশুর মরদেহ

#

২২ মার্চ, ২০২২,  3:25 PM

news image

নিজস্ব প্রতিনিধি : ভারতের দক্ষিণ দিল্লির চিরাগ দিল্লি এলাকায় দু’মাসের এক কন্যাশিশুর মরদেহ মাইক্রোওয়েভ ওভেনের ভিতর থেকে উদ্ধার করল পুলিশ। 

গত জানুয়ারিতে জন্ম হয়েছিল অনন্যা নামে ওই শিশুকন্যার। সোমবার সকাল থেকেই নিখোঁজ ছিল সে। তারপরই বিকাল তিনটা নাগাদ ঘরের মাঝেই মাইক্রোওয়েভ ওভেনের ভিতর থেকে নিথর দেহ মেলে শিশুটির।

দক্ষিণ দিল্লির ডেপুটি পুলিশ সুপার বেনিটা মেরি জয়কার জানান, শিশুটির বাবার নাম গুলশান কৌশিক, মা ডিম্পল কৌশিক। এই ঘটনায় প্রাথমিকভাবে শিশুটির মাকেই সন্দেহ করা হচ্ছে। ওই দম্পতিকে জেরা করছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, অনন্যার জন্মের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত। দম্পতির চার বছরের একটি পুত্রসন্তানও আছে। সোমবার ঘরের দরজা ভিতর থেকে আটকে দেন ডিম্পল। অনেকক্ষণ কোনও সাড়া না পাওয়ায় ডিম্পলের শাশুড়ি বিষয়টি প্রতিবেশীদের জানান। প্রতিবেশীরা তখন পুলিশে খবর দেন।

পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢোকে। তারা দেখতে পায়, ডিম্পল অচৈতন্য অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন। কিন্তু শিশুটির কোনও সাড়াশব্দ এবং হদিশ মিলছিল না। তখন প্রতিবেশীরাই বাড়ির চারপাশ এবং ঘরে তন্ন তন্ন করে খোঁজা শুরু করেন। কিন্তু অনন্যার কোনও সাড়াশব্দ পাননি তারা। এরপরই দোতলায় একটি ঘরের মধ্যে রাখা মাইক্রোওয়েভ ওভেনে চোখ যেতেই চমকে ওঠেন প্রতিবেশীরা। সেটি খুলতেই অনন্যার নিথর দেহ উদ্ধার হয়।

এই ঘটনায় ডিম্পলের শ্বশুরবাড়ির কোনও ভূমিকা রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী