ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

কক্সবাজারে সুন্দরবন দিবস পালিত

#

১৫ ফেব্রুয়ারি, ২০২৩,  2:17 AM

news image

কক্সবাজার অফিস

 বাঁচাও 'সুন্দরবন, বাঁচাও পরিবেশ' টেকসই হোক  আমাদের বাংলাদেশ,  এই প্রতিপাদ্যকে ধারণ করে ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার কক্সবাজার পৌরসভা মিলনায়তনে  ওয়াটার্স কিপার্স বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,বালাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলাশাখার সভাপতি ফজলুল কাদের চৌধুরী। জেলা বাপার সাধারণ সম্পাদক কলিম উল্লাহর সঞ্চালনায়  অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন জেলা বাপার সহসভাপতি এইচ এম ফরিদুল আলম শাহীন, যুগ্ম-সাধারণ সম্পাদক কবি জসিম উদ্দীন, সদর উপজেলা বাপার সভাপতি, এনামুলহক চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ সেলিম, সাংবাদিক নেজাম উদ্দীন,হায়দার নিজাম দোলনদাস,আনিসুল ইসলাম,এমডি হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতি সমাপনী ভাষনে  বলেন, ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবন আজ বিপন্ন,প্রাণ - প্রকৃতি,গোলপাতা, মাছ,রয়েলবেঙ্গল টাইগার , মধু সুন্দরবন থেকে প্রায় উধাও হয়ে গেছে।অনুরূপ ভাবে কক্সবাজারের সার্বিক  পরিবেশ পরিস্থিতি মারাত্মক হুমকির সম্মুখীন। বিশেষ করে কক্সবাজার শহরের পাশ দিয়ে প্রবাহমান বাঁখখালী নদী দখল আর  দূষণে বিপন্ন,চকরিয়ার ২৯ হাজার সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেষ্ট চিংড়ি ঘের করা হয়েছে। জেলা বাপার সহসভাপতি ফরিদুল আলম শাহীন বলেন,মহেশখালীতে তাপভিত্তিক কয়লা বিদ্যুৎকেন্দ্র, নির্বিচারে ম্যানগ্রোভ ফরেষ্ট উজাড়,উখিয়াসহ জেলার চকরিয়া রামু টেকনাফ মহেশখালীসহ অব্যাহত পাহাড়কাটা,বন উজাড়, বনভূমি, খাল ও নদী দখলের প্রতিযোগিতা চলছে।

এ ছাড়া বক্তারা আরো বলেন, ইসি এলাকায় অপরিকল্পিত অবৈধ স্থাপনা নির্মাণ, প্রবালদ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ  বিষাক্ত করে তোলা হয়েছে,।  পরিবেশের ক্ষতিকরে পাহাড় কেটে বালি উত্তোলন, তিন ফসলী জমির টপ সয়েল কাটা,জীববৈচিত্র্যের আবাসস্থল ধ্বংস করাসহ নানা ভাবে  প্রকৃতির উপর নিষ্ঠুরতম আচরণ করা হচ্ছে।  যা ভবিষৎ প্রজন্মের জন্য অনিরাপদ হয়ে যাচ্ছে সুন্রবন, কক্সবাজারসহ সারা দেশ।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী