ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

কক্সবাজার উত্তর বনবিভাগের অভিযানে ৩ লক্ষ টাকার চোরাই কাঠ ও গাড়ি আটক

#

১২ জানুয়ারি, ২০২২,  9:09 PM

news image

তাহজীবুল আনাম :

কক্সবাজার উত্তর বনবিভাগের   পৃথক  অভিযানে ৩২০ ঘনফুট  অবৈধ  কাঠসহ তিনটি গাড়ি    আটক করা হয়েছে । 


বুধবার  (১২  জানুয়ারি)  মধ্যরাতে চকরিয়া উপজেলায় এ  অভিযান পরিচালনা করেন বনবিভাগ। 


বনবিভাগ সুত্রে জানা গেছে, প্রথম অভিযানে চকরিয়ার কালিরছড়া বাজার এলাকায় অবৈধভাবে কাঠ পাচারের সময় ১২০ ঘনফুট  জ্বালানি  কাঠ জব্দ করা হয়  । দ্বিতীয় অভিযানে,   ফাঁসিয়াখালী রেঞ্জে  অবৈধভাবে পাচারকালে  ১০০ ঘনফুট  আকাশমনি গোল কাঠ ও একটি  ডাম্পার  গাড়ি জব্দ করা হয়। তৃতীয় দফায়,  ডুলাহাজারা বাজার এলাকায় পাচারের সময় ১০০ ঘনফুট বিভিন্ন চিরাই কাঠ জব্দ করা হয়। এবং চিরাই কাঠ সহ পরিবহনে নিয়োজিত মিনি পিক-আপ জব্দ করে ফাঁসিয়াখালী রেঞ্জে নিয়ে যায় বনবিভাগ  । 



স্পেশাল টিমের ওসি  ও কক্সবাজার  শহর রেঞ্জ কর্মকর্তা একেএম  আতা এলাহী বলেন,গোপন সংবাদের ভিত্তিতে  একদল বনকর্মীদের সহযোগিতায় পৃথক পৃথক  অভিযান চালিয়ে  প্রায় ৩২০  ঘনফুট অবৈধ জ্বালানি, আকাশমনি এবং বিভিন্ন চিরাই  কাঠ    জব্দ করে রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে ।যার আনুমানিক বাজার  মূল্য ৩ লক্ষ টাকা। 

কাঠ পাচার রোধে প্রাত্যহিক অভিযান অব্যাহত থাকবে।  



কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার  বলেন,  বনবিভাগ বনভূমি জবরদখল, অবৈধ কাঠ পাচার এবং পাহাড় কাটার বিরুদ্ধে সজাগ ও সতর্ক রয়েছেন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে স্পেশাল টিম পৃথক পৃথক  অভিযান পরিচালনা করে প্রায়  ১২০ ঘনফুট জ্বালানি   কাঠ, ১০০ ঘনফুট আকাশমনি গোল কাঠ   এবং বিভিন্ন প্রজাতির ১০০ ঘনফুট চিরাই কাঠ   উদ্বারপূর্বক পরিবহনকালে নিয়োজিত ডাম্পার ও মিনি পিকআপ গাড়ি  আটক করে।  সংশ্লিষ্ট আসামী এবং জড়িতদের বিরুদ্ধে বন আইনে পৃথক পৃথক  মামলা দায়ের করা হয়েছে।সরকারি সম্পদ রক্ষার্থে  বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।



logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী