ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

কক্সবাজার শ্রমিকলীগের পূর্বের কমিটি বহাল নব কমিটি বাতিল

#

৩০ ডিসেম্বর, ২০২১,  10:02 PM

news image
কক্সবাজার শ্রমিকলীগের আগের কমিটি বহালের নোটিশ

কক্সবাজার অফিস :: কক্সবাজারে   নবঘোষিত জেলা শ্রমিকলীগের কথিত আহ্বায়ক কমিটি বাতিল করে পূর্বের কমিটি বহাল রাখা হয়েছে  ।

মরহুম জহিরুল ইসলাম সিকদার ও শফিউল্লাহ আনসারী পরিষদ  বহাল রাখার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় কমিটি ।

কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি নূর কুতুব আলম মান্নান স্বাক্ষরিত এক পত্রে  এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নোটিশে কথিত আহ্বায়ক কমিটি বাতিল ঘোষণা করে পূর্বের কমিটি বহাল রাখার  ঘোষণা দেয়া হয়েছে। নোটিশে জেলা শ্রমিকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে  সাংগঠনিক কার্যক্রম চালু রাখার  নির্দেশ দেয়া হয়েছে।

নোটিশে বলা উল্লেখ রয়েছে , কক্সবাজার জেলা শাখায় একটি চলমান কার্যকরী কমিটি থাকা অবস্থায় গত ১৭ ডিসেম্বর  কেন্দ্রীয়  সাধারণ সম্পাদক  কার্যনির্বাহী পরিষদের দুইটি সভার সিদ্ধান্ত অমান্য  করে একক স্বাক্ষরে অনুপ্রবেশকারী ও বিতর্কিত লোকদের দিয়ে যে কমিটি প্রদান করেছে তা

সংগঠনের গঠনতন্ত্র বিরোধী, অসাংগঠনিক এবং অবৈধ। জাতীয় শ্রমিকলীগের গঠনতন্ত্রের ১৫ (ক) ধারা মোতাবেক কেন্দ্রীয় সভাপতির সাথে আলোচনা  ছাড়া ২৪ নং ধারা উল্লেখ পূর্বক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক একক স্বাক্ষরে কক্সবাজার জেলা শাখা কমিটি প্রদান করে গঠনতন্ত্র বিরোধী কাজ করেছেন এবং গঠনতন্ত্রের অপব্যবহারে লিপ্ত হয়েছেন। ২৪ নং ধারার মতে গঠনতন্ত্র উল্লেখ নাই সেই সব বিষয়ে সমস্যা সমাধানের ব্যাপার়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। গঠনতন্ত্রের ১৩ ধারা মতে প্রতি দুই বৎছর পর কাউন্সিলের গোপন ব্যালটে কর্মকর্তাগণ নির্বাচিত হবেন। 

কক্সবাজার জেলা শাখায় সম্মেলনের জন্য পূর্ণ নোটিশ না দিয়ে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কর্তৃক কমিটি প্রদান করায় উক্ত আহ্বায়ক কমিটি সম্পূর্ণ অবৈধ। তাই  কক্সবাজার জেলা শাখার কাউন্সিল অধিবেশন না হওয়া পর্যন্ত জাতীয় শ্রমিক লীগের কক্সবাজার  জেলা শাখার সভাপতি মরহুম জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো : শফিউন্নাহ আনসারীর নেতৃত্বাধীন কমিটি বহাল থাকবে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী