ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

করোনায় আক্রান্ত করোনা যোদ্ধা সাজু বড়ুয়া, ব্যাহত হবে নমুনা পরিক্ষা

#

নিজস্ব সংবাদদাতা

১৮ জানুয়ারি, ২০২২,  10:38 AM

news image
করোনায় আক্রান্ত করোনা যোদ্ধা সাজু বড়ুয়া, ব্যাহত হবে নমুনা পরিক্ষা

মোরশেদ আলমঃ- চট্টগ্রামের পটিয়া উপজেলার  স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র টেকনোলজিস্ট (ল্যাব) নমুনা সংগ্রহকারী করোনা যোদ্ধা দেবাশীষ বড়ুয়া সাজু করোনায় আক্রান্ত হয়েছে।

গত সোমবার রাতে তাঁর জ্বর, গলা ব্যাথা অনুভব হয়। আজ মঙ্গলবার সকালে নমুনা টেস্ট করালে করোনা তার পজিটিভ আসে। তিনি এখন হোম আইসোলেশনে রয়েছেন।

সাজু বড়ুয়া জানান, তাঁর জ্বর, ব্যাথা অনুভব হলে তিনি মঙ্গলবার সকালে সেম্পল দেন। পরে নমুনা টেস্টে পজিটিভ আসে। তিনি হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহকারী হিসেবে একমাত্র তিনি দায়িত্বরত আছেন। তিনি ছাড়া এখন আর কোন ল্যাব টেকনোলজিস্ট নেই যার কারণে নমুনা টেস্ট করানো এখন ব্যাহত হবে। ফলে সংক্রমণ ঝড়ের গতিতে বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। এছাড়াও প্যথলজি বিভাগের অন্যান্য পরীক্ষা ও বন্ধ থাকার কারনে সাধারণ মানুষ এখন চরম ভোগান্তিতে পড়েছে।

লোকবল সংকটের কারণে এখণ আর নমুনা টেস্ট করানো যাবে কিনা জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী নাথ জানান, আমাদের হাসপাতালে একটি ল্যাবের পদ আছে। যেহেতু নমুনা সংগ্রহকারী করোনায় আক্রান্ত হয়েছে সেহেতু আমরা তার বিকল্প হিসেবে মেডিকেল টিম এনে নমুনা টেস্ট করার চিন্তা ভাবনা করছি।

প্রসঙ্গত, সম্মুখসারীর করোনা যোদ্ধা সাজু বড়ুয়া রাত দিন পটিয়ার মানুষকে স্বাস্থ্যসেবা দিয়েছেন। তিনি এ নিয়ে ৪ বার করোনায় আক্রান্ত হয়েছেন।


#এনএল/মোরশেদ

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী