ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

কাগতিয়ায় গাযী সৈয়দ আব্দুল জলিল (রহ:)'র এতিমখানা উদ্ভোধন

#

১৫ মার্চ, ২০২৪,  11:16 PM

news image

প্রেস বিজ্ঞপ্তি:

ছৈয়দুল আজম হযরত হাফেয হাকিম খাজা শাহ মোহাম্মদ বজলুর রহমান মহাজের মক্কী (রহ:) এর প্রধান খলিফা গাজিয়ে দ্বীনে মিল্লাত হযরতুলহাজ্ব আল্লামা শায়খ হযরত ছৈয়দ মুহাম্মদ আব্দুল জলিল শাহ (রহ:) এর ৫৮ তম সালানা ওরশ মোবারক রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া গ্রামের মজিদাপাড়াস্থ জলিলীয়া রহমানিয়া দরবার শরিফে ১৫ মার্চ শুক্রবার নানা কর্মসূচীর মধ্য দিয়ে অনুষ্টিত হয়।

কর্মসূচির মধ্যে ছিল পবিত্র খতমে কোরান, খতমে তাহলিল, খতমে গাউসিয়া, খতমে খাজেগান ও মিলাদ মাহফিল। এছাড়াও জলীলিয়া রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার নবনির্মিত ভবনের শুভ উদ্ভোধন করা হয়।

দরবারের সাজ্জাদানশীন শাহাজাদা ছৈয়দ মুহাম্মদ সরওয়ার আজমের সভাপতিত্বে আয়োজিত মিলাদ ও উদ্ভোধনি মাহফিলে উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন বেতাগী আস্তানা শরিফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরত আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ (মা:জি:আ)। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের মন্ত্রি পরিষদের সহকারী সচিব মুহাম্মদ রবিউল হাসান।

শাহাজাদা ছৈয়দ মুহাম্মদ দিদার আজমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা: মুহাম্মদ  মোকতার হোসেন, দরবারে আস্তানা শরীফের ছোট শাহাজাদা মোহাম্মদ ওবায়দুর রহমান পেটান শাহ, গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াসিন হোসাইন হায়দারী, অধ্যাপক মুহাম্মদ গিয়াস উদ্দিন, এডভোকেট মুহাম্মদ পেয়ার হোসেন,ছাত্রসেনা চট্টগ্রাম  উত্তরজেলা শাখার সভাপতি মুহাম্মদ রবিউল হোসাইন সুমন, মুহাম্মদ জামাল হোসেন মেম্বার, মুহাম্মদ আহসান উল্লাহ, মুহাম্মদ ইলিয়াছ মিয়া তালুকদার, শাহাজাদা মুহাম্মদ জিলি, মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, মাওলানা মুহাম্মদ জাহেদ হোসেন, ছৈয়দ মুহাম্মদ সিরাজুর রহিম, মাওলানা মুহাম্মদ আব্দুল করিম, মাওলানা ছৈয়্দ মুহাম্মদ আলী আকবর,মাওলানা ছৈয়দ নাছির উদ্দিন, দুলাল মেম্বার ও ছৈয়দ মুহাম্মদ হাসনাইন মুর্শেদী সহ অনেকে।

মাহফিল শেষে মিলাদ কিয়াম ও আখেরী মুনাজাতের মাধ্যমে পাচঁ সহস্রাধিক মুসল্লিদের মধ্যে ইফতার ও তবরুক বিতরণ করা হয়।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী