ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপরও হামলা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মে, ২০২৪,  2:52 PM

news image
ছবি: সংগৃহীত

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপরও হামলা হয়েছে তবে এতে কেউ গুরুতর আহত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সেখানে থাকা বাংলাদেশি শিক্ষার্থীরা চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরার পরিকল্পনা করছেন বলেও জানান মন্ত্রী।

রোববার (১৯ মে) ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় তিনি এসব তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশি ছাত্রদের ওপর হামলা হয়েছে। তবে এতে গুরুতর আহত হননি কেউ। শিক্ষার্থীরা নিজেরা একটা চার্টার্ড ফ্লাইট ঠিক করেছেন। সেটাতে তারা দেশে ফেরার পরিকল্পনা করছেন।

 মন্ত্রী আরও বলেন, আমাদের গভীর উদ্বেগ আমরা কিরগিজস্তানকে জানিয়েছি। উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূতকে সেখানে যেতে বলেছি।

 স্থানীয় সময় শুক্রবার (১৭ মে) রাতে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বিদেশি শিক্ষার্থীদের ওপর শুরু হয় স্থানীয়দের হামলা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ঢুকেও তাদের মারধর করা হয়। বিশেষ করে যারা দেশটির রাজধানী বিশকেকের হোস্টেলে থাকেন এমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের টার্গেট করা হয়। হামলার শিকার হয়েছেন সেখানে বসবাস করা বাংলাদেশি শ্রমিকরাও। 

হামলার এ ঘটনার নিন্দা জানিয়েছে কিরগিজ মন্ত্রিসভা। এক বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য তথ্য প্রচারের কারণে সহিংসতা ছড়িয়ে পড়ে। এ অবস্থায় সব পক্ষকে ভুয়া তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। 

একইসঙ্গে সংঘাতের জন্য দায়ীদের চিহ্নিত করে আইন অনুযায়ী বিচার নিশ্চিতের আশ্বাস দেয়া হয়। দেশটির শ্রমমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, নিরাপত্তার অভাবে বিদেশিরা চলে গেলে কিরগিজস্তানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী