ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

কৃষকদের রোষানলে ব্রিটিশ প্রধানমন্ত্রী

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ নভেম্বর, ২০২৪,  11:50 AM

news image
ছবি: সংগৃহীত

কর আরোপের নতুন নীতির জেরে কৃষকদের তীব্র বিক্ষোভের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ক্ষমতা গ্রহণের পর নর্থ ওয়েলসে আয়োজিত ওয়েলশ শ্রম সম্মেলনে দেওয়া তার প্রথম ভাষণে তিনি এই নীতির পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন।  

শনিবার দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী স্টারমার বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কঠোর হলেও প্রয়োজনীয় এই বাজেট নীতির সিদ্ধান্তগুলো আমি রক্ষা করব। আমাদের অর্থনীতি স্থিতিশীল করতে যা প্রয়োজন, তা আমরা করব। আমি এই সিদ্ধান্ত থেকে পিছপা হব না।”  

অন্যদিকে, সম্মেলনস্থলের বাইরে কয়েকশ কৃষক বিক্ষোভে অংশ নেন। প্রায় ৪০টি ট্রাক্টর নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। কৃষকদের দাবি, নতুন কর নীতি পারিবারিক খামারগুলোকে বিপদের মুখে ফেলবে।  কৃষি খাতে প্রতিযোগিতা আরও কঠিন হয়ে উঠবে। এতে কৃষিপণ্যের দাম বেড়ে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।  

কৃষক গ্যারেথ উইন জোনস বলেন, আমরা প্রধানমন্ত্রীকে সতর্ক করতে চাই, যে হাত আপনাকে খাওয়ায়, তাকে কামড় দেবেন না। নতুন নীতি কৃষিক্ষেত্রের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।  

এই পরিস্থিতিতে স্টারমারের এই বক্তব্য বিতর্ক উসকে দিয়েছে। আগামী মঙ্গলবার (১৯ অক্টোবর) লন্ডনে বৃহত্তর বিক্ষোভের পরিকল্পনা করছে কৃষকরা।  বিরোধীরা বলছেন, স্টারমারের কর নীতি কৃষকদের ওপর অযৌক্তিক চাপ তৈরি করবে। এটি দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী হুমকি হতে পারে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী