ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

কৃষকের ছদ্মবেশে আসামী ধরা!

#

নিজস্ব সংবাদদাতা

১৪ মার্চ, ২০২২,  6:40 PM

news image

মোরশেদ আলমঃ

চট্টগ্রামের পটিয়ায় প্রতারণা মামলার সাজা প্রাপ্ত আসামীকে কৃষকের ছদ্মবেশে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকেলে পটিয়া থানার এএসআই রাম প্রসাদ দাস সহ সঙ্গীয় অফিসার ফোর্স উপজেলার শোভনদন্ডী ইউপি ৭ নং ওয়ার্ডস্থ হিলচিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বদিউর আলম শোভনদন্ডী ইউপির হিলচিয়া গ্রামের আবদুল আলীমের পুত্র।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই রাম প্রসাদ জানান, গ্রেফতারকৃত আসামী সি আর মামলা নং ১১৯/১০ ধারা-৪২০ এর প্রতারণা মামলায় সাজা প্রাপ্ত আসামী। তাকে ধরতে বিশেষ কৌশল অবলম্বন করি আমরা। সর্বশেষ সোমবার দুপুরে তাকে কৃষকের ছদ্মবেশে গ্রেফতার করতে সক্ষম হই।

এবিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, প্রতারণা মামলায় বদিউর আলমকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।



logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী