ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

খিজির হায়াত খান (কাওছার) এর মাতা মনোয়ারা বেগমের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

#

০৭ মার্চ, ২০২২,  7:44 PM

news image

লন্ডন, :  ক্লাব সদস্য  মো: খিজির হায়াত খান (কাওছার) এর মাতা মনোয়ারা বেগমের মৃত্যুতে  লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে । ক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন। 

উল্লেখ্য, মো: খিজির হায়াত খান (কাওছার) এর মাতা মনোয়ারা বেগম, ঢাকা আলমানার হসপিটালে ১২ দিন আইসিইউতে থাকার পর সোমবার বিকাল ৩টায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে ৱাজেউন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। ব্রেইন ক্যান্সারে দীর্ঘ ২/৩ বছর থেকে ভুগছিলেন। ২ মেয়ে, ৪ ছেলে ও অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন তিনি। মো: খিজির হায়াত খানের বাবা মৃত কাজী মাওলানা আহসান উল্ল্যাহ ৪ বছর আগে মৃত্যুবরণ করেন।

আগামী কাল মঙ্গলবার সকাল ৮ টায় জানাজা শেষে নিজ বাড়ী লক্ষীপুর জেলা, রায়পুর থানা, রাখালিয়া গ্রামের উজির আলী মাঝি বাড়ীতে (নীজ কবর স্থানে) দাফন করা হবে।

মরহুমার ছোট ছেলে মো: খিজির হায়াত খান (কাওছার) লন্ডনে বসবাস করছেন দীর্ঘদিন। মায়ের আত্নার মাগফেরাত কামনা করে সকলের দোয়া চেয়েছেন খিজির হায়াত খান। 



logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী