ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

গণহত্যা তদন্তে জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করবে বাংলাদেশ : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নিজস্ব সংবাদদাতা

২৭ আগস্ট, ২০২৪,  5:08 PM

news image
ছবি: সংগৃহীত

জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। গণহত্যা তদন্তে জাতিসংঘ প্রতিনিধি দলটি এখন বাংলাদেশে রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে রোরি মুঙ্গোভেন সাংবাদিকদের জানিয়েছেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত নৃশংসতা তদন্তের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

রোরি আরও জানান, ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগের সত্যানুসন্ধান (ফ্যাক্টফাইন্ডিং) ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। সরকারের পাশাপাশি শিক্ষার্থী, সাধারণ জনগণ সবাই সহযোগিতা করছে।

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ছাত্র জনতার গণঅভ্যুত্থানে চালানো গণহত্যার তদন্ত কাজে জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করবে বাংলাদেশ।’

তিনি বলেন, ‘গেল ২ মাসে শিক্ষার্থীদের গণঅভ্যুত্থান দমনে আসলে কী হয়েছে সেটি তদন্তেই তারা এসেছে, প্রাথমিকভাবে খুব ভালো আলোচনা হয়েছে।’

প্রসঙ্গত, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের জন্য গত ২১ আগস্ট ঢাকায় আসেন জাতিসংঘের তিন সদস্যের প্রতিনিধি দল। ওই দিন মধ্যরাতে ঢাকা পৌঁছায় প্রতিনিধি দলটি।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী