ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

গুজরাটে ভয়াবহ আগুনে পুড়ে নিহত ২৭

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ মে, ২০২৪,  11:18 AM

news image
ছবি: সংগৃহীত

ভারতের গুজরাটের রাজকোটের একটি গেমিং জোনে আগুন লেগে অন্তত ২৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৯ শিশুও রয়েছে। শনিবার (২৫ মে) সন্ধ্যায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় যখন গেমিং জোনের ভেতরে অনেকেই খেলতে ব্যস্ত, তখন এই আগুন লাগে। এরপর দ্রুতই তা গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে দেখা যায় রাজকোটের টিআরপি গেমিং জোনকে। এরপর রাতের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

সহকারী পুলিশ কমিশনার বিনায়ক প্যাটেল বলেছেন, টিআরপি গেম জোনের মালিক ও ম্যানেজারকে আটক করা হয়েছে। সব মরদেহ সম্পূর্ণ পুড়ে গেছে। তাদের শনাক্ত করা কঠিন।

এই ভয়াবহ অগ্নিকাণ্ডে অত্যন্ত ব্যথিত হয়েছেন বলে জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক এক্সবার্তায় তিনি বলেছেন, রাজকোটে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি অত্যন্ত শোকাত। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের জন্য দোয়া। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার জন্য কাজ করছে।

শনিবার মধ্যরাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি। তিনি বলেণ, একজন এখনও নিখোঁজ রয়েছেন। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, একজন এখনো নিখোঁজ রয়েছে। সেই ব্যক্তির সন্ধান করা আমাদের দায়িত্ব। আমরা এর জন্য সর্বোচ্চ দল মোতায়েন করছি।

এ ছাড়া গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের আজ ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী