ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

গোঁফের কারণে চাকরি গেল

#

১০ জানুয়ারি, ২০২২,  1:01 PM

news image

গোঁফ ছাটতে অস্বীকার করায় নিজের সাধের চাকরিখানা হারাতে হলো এক পুলিশ কনস্টেবলকে। চুল না কাটায় আর ‘অদ্ভূত’ এবং ‘বিদঘুটে’ গোঁফ না ছাঁটায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভারতের মধ্যপ্রদেশে এই ঘটনা ঘটেছে বলে এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, কনস্টেবল রাকেশ রানা রাজ্য পুলিশের টান্সপোর্ট বিভাগের গাড়িচালক পদে কর্মরত। তাকে গোঁফ ছাঁটার নির্দেশ দিলেও মানেননি তিনি। এরপর তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে এক নির্দেশনায় বলা হয়েছে। ওই নির্দেশনায় আরও বলা হয়, রানার গোঁফ অন্য কর্মীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছিল।

এদিকে একে ‘আত্মসম্মানের’ বিষয় হিসেবে উল্লেখ করে রানা তার গোঁফ ছাঁটতে অস্বীকার করেন। তিনি ঘোষণা দিয়ে বলেন, তিনি একজন রাজপুত, আর এই গোঁফ তার গর্ব। এ ব্যাপারে পুলিশের সহকারী মহাপরিদর্শ প্রশান্ত শর্মা জানান, জ্যেষ্ঠ কর্মকর্তাদের নির্দেশনা না মানায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী