ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

গোশতের নামে যাদের হত্যা করা হচ্ছে তাদের নিরাপত্তা দিন: ওয়াইসি

#

০৮ ফেব্রুয়ারি, ২০২২,  11:34 AM

news image
আসাদউদ্দিন ওয়াইসি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মজলিশ-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলেছেন, গোশতের নামে যাদের হত্যা করা হচ্ছে তাদের নিরাপত্তা দিন।

সম্প্রতি আসাদ উদ্দিন ওয়াইসির গাড়িবহরে দুর্বৃত্তদের গুলিবর্ষণ প্রসঙ্গে  সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে ‘মিম’ প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি এমপি ওই মন্তব্য করেন।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ওয়াইসিকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার কথা বলা হলেও ওয়াইসি এ ধরণের নিরাপত্তা প্রত্যাখ্যান করেছেন। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ভবিষ্যতে ওয়াইসির জীবনের ঝুঁকি থাকতে পারে, সেজন্য আমাদের আবেদন তিনি যেন জেড প্লাস নিরাপত্তা নেন।   

ওয়াইসি  উত্তর প্রদেশে ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করেন। ওয়াইসি বলেন, 'মানুষ আমার সঙ্গে বন্দুক নিয়ে হাঁটুক এটা আমি পছন্দ করি না। গোশতের নামে যারা খুন হয় তাদের নিরাপত্তা দিন। আমি এ-ক্যাটাগরির অন্তর্ভুক্ত। কেউ যদি ভেবে থাকেন গুলি ছুড়লে আসাদ উদ্দিন ওয়াইসির সাহস ভেঙে যাবে, তাহলে তিনি ওয়াইসিকে চেনেন না।       

উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে হাসানপুরায় একটি নির্বাচনী সমাবেশে ওয়াইসি বলেন, ‘ওয়াইসির জীবনের মূল্য পহেলু খানের চেয়ে বেশি নয়, রাকবরের চেয়ে বেশি নয়, আখলাকের চেয়ে বেশি নয়। আপনরা যদি নিরাপদ থাকেন তাহলে ওয়াইসি নিরাপদ থাকবেন। আমাকে নিরাপত্তা দেবেন না, কোন লাভ নেই। গোশতের নামে যাদের হত্যা করা হয় তাদের সুরক্ষা দিন।’      

আসাদউদ্দিন ওয়াইসি আরও বলেন, ‘আজ স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন যে আমার জেড ক্যাটাগরির নিরাপত্তা নেওয়া উচিত। কিন্তু আমার জীবনের মূল্য ওই ২২ জনের বেশি নয় যারা সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর প্রতিবাদের সময় মারা গেছে। আমার চারপাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকা লোকজনকে আমি পছন্দ করি না। আমি স্বাধীন এবং স্বাধীন থাকতে চাই।’  

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে টার্গেট তিনি বলেন, 'বাবা বলেছিলেন ৭০ লাখ চাকরি দেবেন কিন্তু চাকরি কোথায়? বর্তমানে উত্তর প্রদেশে ৫০ শতাংশেরও বেশি মানুষ বেকার বলেও মন্তব্য করেন মিম প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি এমপি।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী