ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

ঘাতক ফাহিমের ছুরিকাঘাতে প্রবাসী খুন: নিঃস্ব পরিবার

#

নিজস্ব সংবাদদাতা

১৯ সেপ্টেম্বর, ২০২৫,  2:58 PM

news image

মোরশেদ আলম, চট্টগ্রাম :- চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলার প্রধান আসামি ও ছাত্রলীগ নেতা ফাহিমের ছুরিকাঘাতে মামুন (২৪) নামে এক প্রবাসী খুন হয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে  বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধা ৭টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের আলামপুর এলাকায় উপর্যোপরী ছুরিকাঘাতের শিকার হন প্রবাসী মামুন।

সে উপজেলার দক্ষিণ দক্ষিণ ভূর্ষি ডেঙ্গা পাড়া এলাকার আবুল বশরের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মামুন সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছিলেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ১০ ঘন্টা পর শুক্রবার ভোর ৪টার দিকে তিনি মারা যান।

এলাকাবাসীর অভিযোগ, ফাহিম দীর্ঘদিন ধরে সন্ত্রাস, অপহরণ, চাঁদাবাজি ও ছিনতাইসহ নানা অপরাধে জড়িত। একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও অদৃশ্য কারণে তিনি সবসময় আইনের বাইরে থেকে গেছেন।

নিহতের স্ত্রী আখি আকতার জানান, তার স্বামী মামুনের সাথে ফাহিমের পূর্বশত্রুতা ছিলনা। গত বুধবার পটিয়ার এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় পুলিশ এলাকায় তদন্তে আসলে তার স্বামীর কাছে জিজ্ঞেস করে ফাহিমকে চিনেন কিনা  সে চিনেন বলাতেই কাল হলো তার।

ঐদিক ফাহিম ঘরে ছিল উল্লেখ করে তিনি জানান, পুলিশ ফাহিমকে ঘরে পেলেও তার মা পুলিশের কাছ থেকে তাকে ছাড়িয়ে নেন জোর জবস্তি করে। নিহতের স্ত্রী ও এক বাচ্চা সন্তান রয়েছে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান, “হত্যাকাণ্ডের পর থেকে আসামি ফাহিম পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

নিহতের পরিবার ফাহিমের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

প্রসঙ্গত, গত বুধবার এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় ফাহিমের বিরুদ্ধে মামলা অপহরণ মামলা হয়।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী