ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের ৬ দফা দাবি: বৈষম্য ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

#

নিজস্ব সংবাদদাতা

২৬ জুন, ২০২৫,  5:32 PM

news image

মোরশেদ আলম : চট্টগ্রাম বন্দরের ডক এলাকার শ্রমিকরা ৬ দফা দাবিতে মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে কাস্টমস মোড়ে 'ডক বন্দর শ্রমিক-কর্মচারি অধিকার আন্দোলন' এই কর্মসূচির আয়োজন করে।


দাবিগুলোর মধ্যে রয়েছে—১. বেতন বৈষম্য দূরীকরণ, ২. দীর্ঘদিন কর্মরত শ্রমিকদের স্থায়ী গেইট পাস, ৩. বহির্নোঙ্গরের শ্রমিকদের শ্রম শাখায় অন্তর্ভুক্তি, ৪. উৎসব বোনাসে সমান অধিকার, ৫. বিভিন্ন কোম্পানির শ্রমিকদের তালিকাভুক্তি ও পরিচয়পত্র প্রদান, ৬. দুর্নীতিবাজ কর্মকর্তা ও প্রতিষ্ঠান অপসারণ এবং শ্রমিকবান্ধব পরিবেশ নিশ্চিত।


বক্তারা বলেন, একই ধরনের কাজ করেও ভিন্ন ভিন্ন রেট, কমিশন আদায়, চিকিৎসা সুবিধার অভাব ও গেইট পাস জটিলতায় শ্রমিকরা শোষিত হচ্ছেন। বিশেষ করে “সাইফ পাওয়ার টেক” নামে প্রতিষ্ঠানের বিরুদ্ধে শ্রমিক স্বার্থ উপেক্ষার অভিযোগ তোলেন তারা।


তারা দাবি করেন, ২০০৮ সালের চুক্তি অনুযায়ী শ্রমিকদের প্রাপ্য আয়ও নিশ্চিত করা হচ্ছে না। “ডেইলি স্লিপে উল্লেখিত বেতনের পুরোটা মিলছে না,” বলে অভিযোগ তোলেন নেতারা।


মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক মো. ফারভেজ, সদস্য সচিব মো. শামিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


শ্রমিকরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী