ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

চুপিসারে চার দিন ভারত কাটালেন রাজা চার্লস

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ অক্টোবর, ২০২৪,  6:24 PM

news image
ছবি: সংগৃহীত

বছরের শুরুর দিকেই ক্যানসার ধরা পড়েছিল ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের। চিকিৎসার পর সুস্থ হয়ে বিদেশ সফরে বের হন তিনি। প্রথমে অস্ট্রেলিয়া ও সামোয়া সফরে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে অত্যন্ত গোপনীয়তার সাথে ভারত সফরও সেরে ফেলেন রাজা চার্লস ও রানি ক্যামিলা।

প্রতিবেদন অনুযায়ী, চার্লস ও ক্যামিলা চারদিন ধরে বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে অবস্থিত সুকিয়া হেল্থ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে ছিলেন। ড. আইজ্যাক মাথাই নুরানাল প্রতিষ্ঠিত এই সেন্টারটিতে চার্লস নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আসেন। জানা যায়, ড. আইজ্যাক মাথাই ব্রিটিশ রাজপরিবারের বিশেষ চিকিৎসক এবং তার দক্ষতায় মুগ্ধ হন রাজা ও রানি।

এবারের সফর ছিল একান্তই ব্যক্তিগত। তাই কোনোরকম মিডিয়া বা জনসমাগমের খবরও পাওয়া যায়নি। শনিবার রাতে তাদের ব্যক্তিগত বিমান বেঙ্গালুরুর হ্যাল বিমানবন্দরে অবতরণ করে। তারপর সড়ক পথে যাবতীয় প্রোটোকল মেনে সুকিয়া হেল্থ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে নিয়ে যাওয়া হয়। এমনভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়েছিল যে সাধারণ মানুষ বুঝতেই পারেনি।  

বুধবার খুব ভোরে আবার ব্রিটেনের উদ্দেশে বেঙ্গালুরু থেকে তাদের বিমান উড়ে যায়। এর আগে চলতি বছরই চার্লসের ক্যানসার ধরা পড়েছিল। এরপর এই প্রথম বিদেশ সফরে যান চার্লস। গত ১৮ অক্টোবর তিনি অস্ট্রেলিয়া ও সামোয়া সফরে যান।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী