ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

চেলসি ছাড়লেন পচেত্তিনো

#

ক্রীড়া ডেস্ক

২২ মে, ২০২৪,  10:46 AM

news image
ছবি: সংগৃহীত

ব্যর্থতার জেরে এবার ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির দায়িত্ব ছাড়লেন কোচ মরিসিও পচেত্তিনো। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে তিনি এই সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে পচেত্তিনোর ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করা হয়। স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি নিজেদের ওয়েবসাইটে মঙ্গলবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে চলে যাচ্ছেন পচেত্তিনো।

নতুন মালিকানায় আসার পর থেকে খেলোয়াড় কেনায় কাড়ি কাড়ি অর্থ খরচ করেছে চেলসি। কিন্তু দলটির পারফরম্যান্সে কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। ২০২২-২৩ মৌসুমে প্রিমিয়ার লিগে মাত্র ১১টি জয়ের দেখা পায় দলটি, হারে ১৬টিতে। ঘুরে দাঁড়ানোর আশায় এই মৌসুমের আগে পচেত্তিনোকে দায়িত্ব দেয় ক্লাবটি।

কিন্তু পিএসজির সাবেক এই কোচের হাত ধরে লিগে প্রথম ১০ ম্যাচের মাত্র তিনটিতে জয়ের স্বাদ পায় তারা। যদিও এফএ কাপে সেমি-ফাইনাল খেলে দলটি। মৌসুমের শেষে ঘুরেও দাঁড়ায়। তবে শেষ রক্ষা হলো না পচেত্তিনোর।

বিদায়বেলায় চেলসির জন্য শুভকামনা জানান পচেত্তিনো। তিনি বলেন, ‘এই ফুটবল ক্লাবের ইতিহাসের অংশ হওয়ার সুযোগ দেওয়ার জন্য চেলসির মালিক ও ক্রীড়া পরিচালকদের ধন্যবাদ। এই দল এখন আগামী বছরগুলোয় প্রিমিয়ার লিগ ও ইউরোপীয় প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার মতো ভালো অবস্থায় আছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী