ঢাকা ০৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

জন্মনিয়ন্ত্রণের নতুন যুগে পা রাখছে পুরুষরা

#

নিজস্ব সংবাদদাতা

২৬ এপ্রিল, ২০২৫,  5:26 PM

news image
ছবি: সংগৃহীত

পুরুষদের জন্য নতুন একটি জন্মনিরোধক আনার চেষ্টা করা হচ্ছে অনেক দিন ধরেই। অবশেষে হয়তো বিজ্ঞানীরা সফল হতে যাচ্ছেন। সাম্প্রতিক এক ‘ক্লিনিক্যাল ট্রায়ালে’ দেখা গেছে, পুরুষের শুক্রাণু নালিতে স্থাপনযোগ্য এই জন্মনিরোধক দুই বছর পর্যন্ত কার্যকর থাকতে পারে। এই জন্মনিরোধক স্থাপনে শরীরের হরমোনে কোনো পরিবর্তন আসে না।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ‘অ্যাডাম’ নামে পরিচিত এই জন্মনিরোধকটি হলো পানিতে দ্রবণীয় এক ধরনের হাইড্রোজেল, যা শুক্রাণু নালিতে স্থাপন করা হয়। এটি হাইড্রোজেল শুক্রাণুকে সিমেন বা বীর্যের সঙ্গে মেশা থেকে বাধা দেয়।

এই জেলটির প্রস্তুতকারক কোম্পানি কন্ট্রালাইন জানিয়েছে, এই পদ্ধতি কনডম এবং ভ্যাসেকটমির এক বিপরীতমুখী বিকল্প হাইড্রোজেলটি নির্দিষ্ট সময় পর শরীরে মিশে যাওয়ার মতো করেই তৈরি করা হয়েছে। এই জেলটি মিশে যাওয়ার পর প্রজনন উর্বরতা পুনরুদ্ধার হবে।

কন্ট্রালাইন তাদের প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ‘অ্যাডাম’ নামের হাইড্রোজেলটি ২৪ মাস ধরে সফলভাবে শুক্রাণুর নিঃসরণ বন্ধ করতে পারে। এই পরীক্ষায় অংশ নেওয়া দুজনের বীর্যে কোনো শুক্রাণু পাওয়া যায়নি। এ ছাড়া, কোনো গুরুতর প্রতিকূল ঘটনাও ঘটেনি এই দুজনের শরীরে।

কন্ট্রালাইন জানিয়েছে, তারা চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় ৩০ থেকে ৫০ জন অংশগ্রহণকারীকে নিয়ে দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার আশা করছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী