ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

জব্দকৃত চিনি চোরাই ছিলনা, নিলামের

#

নিজস্ব সংবাদদাতা

১৩ ডিসেম্বর, ২০২৪,  8:40 PM

news image

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের জব্দকৃত ৩১০ বস্তা ভারতীয় চিনি চোরাই নয়, এগুলো নিলামের চিনি ছিল। আদালতের নির্দেশে পটিয়া থানা পুলিশ শুক্রবার চিনির মালিক রেজাউল হককে বুঝিয়ে দিয়েছেন।

এর আগে গত ২৬ নভেম্বর ভোর ৪টায় পটিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের একটি গোডাউন থেকে পুলিশ ৩১০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেন।  এসময় বোয়ালখালী উপজেলার মোহাম্মদ হোসেনের পুত্র মোহাম্মদ রহমত উল্লাহ, ব্যবসায়ী পটিয়া উপজেলার খানমোহনা এলাকার রেজাউল হক ও গাড়ি চালক মোহাম্মদ রুবেলকে গ্রেফতার করেন। পরে পুলিশ বাদী হয়ে একটা মামলা করেন। ওই মামলায় ব্যবসায়ীসহ ৩জনকে কারাগারে পাঠানো হয়।

চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী কাজী আতিকুল ইসলাম তানভীর জানান, মিথ্যা তথ্যের ভিত্তিতে পুলিশ ৩১০ বস্তা চিনিসহ ৩জনকে গ্রেফতার করে কারাগারে পাঠান। চিনির মালিকানা যাচাই বাছাই শেষে মালিক নিশ্চিত হওয়ায় ব্যবসায়ী রেজাউল হককে তা বুঝিয়ে দিয়েছেন।

ব্যবসায়ী রেজাউল হক জানিয়েছেন, তিনিসহ তার পার্টনার রহমত উল্লাহ চিনি ব্যবসার সঙ্গে জড়িত। সিলেট থেকে ২০০ মে.টন ভারতীয় চিনি নিলামে ক্রয় করেন।  বৈধ কাগজপত্র তাদের রয়েছে। তারপরও মিথ্যা তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের গোডাউনে অভিযান চালায়। এসময় ৩১০ ভারতীয় চিনি জব্দ করে মিথ্যা একটি মামলায় ফাঁসানো হয়৷

এবিষয়ে পটিয়া থানার এসআই আসাদ জানান, আদালতের নির্দেশমতে জব্দকৃত চিনি মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী