ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

জাতিসংঘ-তালেবান বৈঠকে নারীর অংশগ্রহণ না থাকায় সমালোচনা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ জুন, ২০২৪,  5:45 PM

news image

কাতারের দোহায় তালেবানের সঙ্গে প্রায় ২৫ দেশের প্রতিনিধির দুইদিনব্যাপী বৈঠক আগামী রোববার শুরু হচ্ছে। জাতিসংঘের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে অংশ নিতে আফগানিস্তানের নারীদের আমন্ত্রণ না জানানোর সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।

জাতিসংঘের রাজনীতিবিষয়ক প্রধান রোজমেরি ডিকার্লো এমন সমালোচনার জবাবে বলেছেন, বৈঠকের প্রতিটি সেশনে নারী অধিকারের বিষয়টি তোলা হবে।দুই দিনের বৈঠকে সভাপতিত্ব করবেন ডিকার্লো।

২০২১ সালের আগস্টে ক্ষমতা নেওয়ার পর তালেবানের সঙ্গেএটিই এমন প্রথম বৈঠক। তবে ‘‘এটা স্বীকৃতি (তালেবানকে) দেওয়ার বৈঠক নয়,'' বলে জানিয়েছেন ডিকার্লো। ‘‘সেখানে (বৈঠকে) তালেবান নয়, আফগানিস্তান ও সে দেশের জনগণ নিয়ে কথা হবে'', বলেও জানান তিনি।

টেকসই শান্তি, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার মেনে চলাসহ নানান বিষয়ে কথা হবে জানান ডিকার্লো। আর তালেবান বলছে, তারা অর্থনীতি, ব্যাংক ব্যবস্থা, বেসরকারি খাতের উন্নয়ন, মাদক পাচার এসব বিষয় নিয়ে কথা বলতে আগ্রহী।

তবে বৈঠকে আফগান নারীদের অংশগ্রহণ না থাকায়জাতিসংঘের সমালোচনা হচ্ছে। আফগানিস্তানের স্বাধীন মানবাধিকার কমিশনের সাবেক কমিশনার শবনম সালেহি বলছেন, দোহা বৈঠকে আফগান নারীদের অংশগ্রহণনা থাকায় বৈঠকটি ‘অসম্পূর্ণ' থেকে যাবে।

কাবুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফয়জুল্লাহ জালাল বলছেন, ‘‘আলোচনা থেকে মানবাধিকার ও নারী অধিকার বাদ দেওয়া জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা ক্ষুন্ন করে।'' 

হিউম্যান রাইটস ওয়াচের নির্বাহী পরিচালক তিরানা হাসানও তেমনটা মনে করছেন। তিনি বলেন, নারীদের না রাখায় তালেবানের অসদাচরণকে বৈধতা দেওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। এছাড়া এটা নারী অধিকার ও অর্থপূর্ণ অংশগ্রহণের রক্ষক হিসাবে জাতিসংঘের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করে বলেও মনে করেন হাসান।

তবে জাতিসংঘ কর্মকর্তা ডিকার্লো বলেন, তালেবানের সঙ্গে দুই দিনের বৈঠকটা হচ্ছে তাদের সঙ্গে প্রাথমিক যোগাযোগ স্থাপন। ‘‘আমি জোর দিয়ে বলতে চাই, এটা একটি প্রক্রিয়া। আমাদের অনেক সমালোচনা হচ্ছে: কেন নারীরা নেই? কেন আফগান নারীরা নেই? কেন সুশীল সমাজ নেই? এটা আন্তঃআফগান সংলাপ নয়,'' বলেন তিনি।

‘‘আমি আশা করি, আমরা একদিন ঐ অবস্থানে যেতে পারবো, কিন্তু এখন আমরা সেই অবস্থায় নেই,'' বলেন ডিকার্লো। তবে অনেক সমালোচনার পর জাতিসংঘ দোহায় আফগান সুশিল সমাজের সঙ্গেও আলাদা একটি বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী