ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

জেন-জি পাঠকদের আকৃষ্টে সফল যুক্তরাজ্যের প্রকাশকরা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ অক্টোবর, ২০২৪,  6:10 PM

news image
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের প্রকাশনা শিল্পে একটি বৈপ্লবিক পরিবর্তন এসেছে, বিশেষ করে জেনারেশন জেড বা জেন-জি পাঠকদের আকৃষ্ট করার ক্ষেত্রে। এই প্রজন্মকে কেন্দ্র করে বেশ কিছু প্রকাশনা প্রতিষ্ঠান তাদের কৌশল বদলেছে। এর মধ্যে ফোলিও সোসাইটির উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ফোলিও সোসাইটি একসময় ক্লাসিক ও ঐতিহাসিক বই প্রকাশের জন্য পরিচিত ছিল এবং তাদের বেশিরভাগ গ্রাহক ছিলেন বয়স্ক। তবে সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটি গ্রাহক সেগমেন্টে বড় ধরনের পরিবর্তন এনেছে।

বর্তমানে ফোলিও সোসাইটির অর্ধেকের বেশি গ্রাহক ২৫ থেকে ৪৪ বছরের মধ্যে এবং প্রতিষ্ঠানটি সাই-ফাই ও ফ্যান্টাসি ঘরানার বইয়ে মনোযোগ দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটকের 'বুকটক' প্ল্যাটফর্ম এ পরিবর্তনের পেছনে বিশাল ভূমিকা রেখেছে। 'বুকটক' থেকে অনুপ্রাণিত হয়ে তরুণ প্রজন্মের পাঠকদের কাছে পৌঁছানোর জন্য প্রতিষ্ঠানটি এর কনটেন্টে ফ্যান্টাসি, সাই-ফাই এবং জনপ্রিয় গল্পবিষয়ক বই প্রকাশ করছে।

ফোলিও সোসাইটির প্রকাশক জোয়ানা রেনল্ডস বলেন, “আমরা এখন ফ্যান্টাসি ও সাই-ফাই বইয়ের দিকে বেশি মনোযোগ দিচ্ছি।” উল্লেখযোগ্যভাবে, প্রতিষ্ঠানটি সম্প্রতি “চিলড্রেন অব ডিউন” প্রকাশ করেছে, যা মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এক হাজারেরও বেশি কপি বিক্রি হয়েছে। তরুণ প্রজন্মের মধ্যে 'হাউলস মুভিং ক্যাসেল', 'ডিউন' এবং 'জুরাসিক পার্ক'-এর মতো বইগুলোর জনপ্রিয়তা ব্যাপক।

রেনল্ডস আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টিতে 'বুকটক' অনেকটাই সহায়তা করেছে। এ কারণে প্রকাশনা প্রতিষ্ঠানগুলো এখন তাদের বইয়ে ভিজ্যুয়াল মিডিয়ার উপযোগী অলঙ্করণ এবং রঙিন কাগজ ব্যবহার করছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী