ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

জোরালো হচ্ছে হ্যারি-মেগানের বিচ্ছেদের গুঞ্জন

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ অক্টোবর, ২০২৪,  11:56 AM

news image
ছবি: সংগৃহীত

ব্রিটিশ রাজপরিবারের সাসেক্সের ডিউক যুবরাজ হ্যারি এবং ডাচেস মেগান মার্কেলের মধ্যে বিবাহবিচ্ছেদের গুঞ্জন ক্রমশ জোরালো হচ্ছে। সাম্প্রতিক সময়ে মেগানকে বাগদানের আংটি ছাড়া জনসমক্ষে দেখা যাওয়ায় এই গুঞ্জন আরও তীব্র হয়েছে। এই ঘটনায় নেটিজেনদের মধ্যে সন্দেহ বেড়েছে এবং বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভারতের এনডিটিভির একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মেগান মার্কেল। সেখানে তাকে বাগদানের আংটি পরিহিত অবস্থায় দেখা যায়নি। বিষয়টি অনেকের চোখে ধরা পড়েছে। এই আংটিটির বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ এটি ২০১৭ সালে প্রিন্স হ্যারি নিজেই ডিজাইন করেছিলেন এবং এতে হ্যারির মা প্রিন্সেস ডায়ানার হীরার সংযোজন রয়েছে।

এর আগেও মেগানকে আংটি ছাড়া দেখা গেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে হ্যারি ও মেগানের সম্পর্ক নিয়ে যে গুঞ্জন চলছে, তাতে এই আংটির অনুপস্থিতি নতুন জল্পনার জন্ম দিয়েছে। জানা গেছে, তাদের সম্পর্কের মধ্যে বর্তমানে অশান্তি চলছে। বিশেষত, হ্যারি তার সন্তানদের ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে যুক্ত রাখতে চান, যেখানে মেগান তেমন আগ্রহী নন।

গুঞ্জনের আরও একটি কারণ হলো, হ্যারি সম্প্রতি তার ৪০তম জন্মদিন আফ্রিকার লেসোথোতে বন্ধুবান্ধবদের সঙ্গে উদযাপন করেছেন। যেখানে মেগান বা তাদের সন্তানরা উপস্থিত ছিলেন না। এ বিষয়টি মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। এছাড়াও হ্যারি সম্প্রতি নিউ ইয়র্কেও একা সফর করেন। যা তাদের সম্পর্কের দূরত্বকে আরও প্রকাশ্যে নিয়ে এসেছে।

তবে, হ্যারি-মেগানের বন্ধুরা জানিয়েছেন যে, তারা এখনও সুখী দম্পতি। কিন্তু পেশাগত ক্ষেত্রে আলাদা পথে হাঁটছেন তারা। হ্যারি-মেগান পর্তুগালে একটি বাড়ি কিনতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। তবে তা সম্পর্কের ভাঙনের প্রমাণ নয় বলেও কেউ কেউ মনে করছেন। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী