ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

টি-টোয়েন্টিতে একধাপ এগোলো বাংলাদেশ

#

০৪ মে, ২০২২,  5:49 PM

news image

আফগানিস্তানকে পেছনে ফেলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে বাংলাদেশ এগিয়েছে একধাপ। টেস্টে আগের মতোই নবম ও ওয়ানডেতে সপ্তম স্থানে রয়েছে তারা।

আজ বুধবার আইসিসি র‌্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ করা হয়েছে। তিন সংস্করণে শীর্ষ স্থানে কোনো পরিবর্তন আসেনি। টেস্টে আগের মতোই অস্ট্রেলিয়া, ওয়ানডেতে নিউজিল্যান্ড এবং টি-টোয়েন্টিতে ভারত শীর্ষে রয়েছে। র‌্যাঙ্কিং হালনাগাদের ক্ষেত্রে ২০১৯ সালের মে থেকে দলগুলোর সব পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে। হিসেবের বাইরে চলে গেছে ২০১৮-১৯ মৌসুমের পারফরম্যান্স। ২০২১ সালের মে থেকে দলগুলোর পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে শতভাগ। আগের দুই বছরের পারফরম্যান্স বিবেচনায় এসেছে ৫০ ভাগ করে।

বাংলাদেশ টি-টোয়েন্টিতে এখনও পায়ের নিচে মাটি খুঁজছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর দেশের মাটিতে হোয়াইটওয়াশড হয় পাকিস্তানের বিপক্ষে। আফগানিস্তানের বিপক্ষে নিজেদের সবশেষ সিরিজ ১-১ ব‍্যবধানে ড্র করে মাহমুদউল্লাহর দল।

বিশ্বকাপের আগে দেশের মাটিতে স্পিন মঞ্চ সাজিয়ে অস্ট্রেলিয়া (৪-১) ও নিউজিল্যান্ডের (৩-২) বিপক্ষে সিরিজ জেতে। এর আগে জিম্বাবুয়েতে সিরিজ জেতে ২-১ ব‍্যবধানে। এই জয়গুলো র‌্যাঙ্কিংয়ে উন্নতিতে বড় ভূমিকা রেখেছে। দুই রেটিং পয়েন্ট বেড়ে বাংলাদেশের নতুন রেটিং এখন ২৩৩। আফগানিস্তান এই সময় ৬ রেটিং পয়েন্ট হারিয়েছে। ২২৬ রেটিং নিয়ে দুই ধাপ পিছিয়ে দশ নম্বরে নেমে গেছে দলটি। এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছে শ্রীলঙ্কা, তাদের পয়েন্ট ২৩০।

শীর্ষ স্থান ধরে রাখা ভারতের রেটিং পয়েন্ট আগের মতোই ২৭০। তবে দুইয়ে থাকা ইংল্যান্ডের চেয়ে ৫ পয়েন্ট এগিয়েছে দলটি, ইংল্যান্ড চার পয়েন্ট হারিয়েছে (২৬৫)। তিন পয়েন্ট হারিয়েছে তৃতীয় স্থানে থাকা পাকিস্তান (২৬১)। নিউজিল্যান্ডকে পেছনে ফেলেছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ২৫০ পয়েন্ট নিয়ে কেন ষষ্ঠ স্থানে রয়েছে নিউজিল্যান্ড, ২৫৩ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা চতুর্থ এবং ২৫১ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার অবস্থান পঞ্চম। ২৪০ পয়েন্ট নিয়ে বাংলাদেশের এক ধাপ উপরে সপ্তম স্থানে রয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী