ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

টেকনাফ স্থলবন্দরে কর্ম বিরতি

#

০৭ জুন, ২০২২,  8:40 PM

news image

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ :

টেকনাফ স্থলবন্দর ৭ জুন মঙ্গলবার সকাল হতে সন্ধ্যা পর্যন্ত বানিজ্য লাইসেন্স বিধি মালা ২০২০ইং  সংশোধনের দাবিতে কর্ম বিরতি পালন করে যাচ্ছেন ব্যবসায়ীরা। ফলে টেকনাফ স্থলবন্দরে জনমানব শূন্য হয়ে পড়েছে।

এই কর্ম বিরতির ফলে সকাল থেকে এই রিপোর্ট লিখা পর্যন্ত বন্দর ছেড়ে আমদানি কৃত পণ্য বুঝায় কোন গাড়ি ছেড়ে যায়নি এবং মিয়ানমার থেকে আগত আমদানি পণ্যের জাহাজ থেকে কোন মালামাল খালাস হয়নি বলে বন্দরের কর্মরত শ্রমিকরা জানান। এদিকে বন্দরে কর্ম বিরতির ফলে পচনশীল দ্রব্য আদা, হিমায়িত দ্রব্য মাছ নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। ১৯৯৫ ইং সালে বাংলাদেশ মিয়ানমার উভয় দেশে চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে এই বানিজ্য চুক্তি করেন।বানিজ্য চুক্তি করার পর উভয় দেশে বিপুল পরিমাণ রাজস্ব আদায় হয়ে থাকে।

পাশাপাশি চোরাচালান শূণ্যের কোঠায় চলে এসেছে। চোরাচালানিরা বৈধ উপায়ে ব্যবসা করার জন্য নেমে পড়েছে। কিন্তু বন্দরের কোন ধরনের সমস্যার সৃষ্টি হলে আবারো ১৯৯৫ ইং সালের মতো চোরাচালান বৃদ্ধি পাবে বলে সচেতন মহলের অভিমত।

টেকনাফ স্থলবন্দরে ব্যবসায়ীদের কর্ম বিরতি বিষয়ে কাষ্টম রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ শাহীন আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কর্ম বিরতির সত্যতা নিশ্চিত করে বলেন যে আগামীকাল ৮ জুন যথাসময়ে বন্দরের কার্যক্রম শুরু হবে বলে বন্দরে নিয়োজিত আমদানি রফতানি কারক সমিতির নেতৃবৃন্দ আশ্বস্ত করেছেন।

#########


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী