ঢাকা ০৫ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী ‘ক্রিটিক্যাল ইনসাইটসের’ ৪র্থ সংখ্যা প্রকাশ পটিয়ায় আরো দুই তেল ছিনতাইকারী আটক ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে সপ্তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয়

ডা: কামরুল ইসলাম শিপুর মাস্টার্স অব মেডিসিন ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি এন্ড ইনফেকশাস ডিজিসে গ্রেজুয়েশন সম্পন্ন

#

২৯ নভেম্বর, ২০২২,  7:05 PM

news image

মেডিক্যাল সায়েন্সের তীর্থসম প্রতিষ্টান দ্য ইউনিভার্সিটি অব এডিনবরা থেকে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি এন্ড ইনফেকশাস ডিজিসে (scholarship) নিয়ে মাস্টার্স অব সায়েন্স উইথ মেরিট’ নিয়ে অসাধারন রেজাল্ট করেছেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জের কৃতি সন্তান ডা: কামরুল ইসলাম শিপু।

অদ্য ২৬ নভেম্বর ২০২২ ইং দ্য ইউনিভার্সিটি অব এডিনবরা, Mcewen hall রুমে এক অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় উক্ত গ্রেজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হয়।

উল্লেখ্য, ডা: কামরুল ইসলাম শিপু ব্রিটেনের বিখ্যাত (GMC) General Medical Council জেনারেল মেডিকেল কাউন্সিল থেকে ইউ কে-তে চিকিৎসক হিসেবে কাজ করার রেজিস্ট্রেশন এবং লাইসেন্স পেয়েছেন।


 ডা: শিপু সফলতার সাথে এমবিবিএস পাস করে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ডিপার্টমেন্ট অব মাইক্রোবায়োলজির এসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছেন। মেডিকেলে ছাত্রাবস্থায় তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ২আই প্রকল্পের “বেস্ট ইনোভেটিভ আইডিয়া” প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার পেয়েছিলেন।

এক প্রতিক্রিয়ায় ডা: শিপুর বলেন, সবাইকে ধন্যবাদ, এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি এবং সংক্রামক রোগে মেধা সহ এমএসসি ডিগ্রী অর্জন করতে পারায় আমি সত্যিই ধন্য। আমার পরিবার, বন্ধুবান্ধব, শুভাকাঙ্খী, অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তির জন্য আমার কৃতজ্ঞতা, এই সমস্ত সমর্থন ছাড়া এটি একটি কঠিন যাত্রা হত।

আমার প্রয়াত পিতা পরম শ্রদ্ধেয় আব্দুন মাস্টার মহোদয়ের একটি স্বপ্ন ছিল, তার ছেলে দেশের বাহিরে থেকে উচ্চতরডিগ্রি অর্জন করবে। আর সেই লক্ষ্যে তিনির সকল ধরনের সাপোর্ট এবং গাইডলাইন ছিল অবর্ণনীয়। তিনি ছিলেন বিশ্বসেরা একজন পিতা। আজ কাঙ্ক্ষিত সেই স্বপ্ন আলোর মুখ দেখেছে। আফসোস, আমাদের পিতা আমাদের মধ্যে আর নেই।

ডা: শিপুর এমন অভাবনীয় সাফল্য অর্জনে পরিবার আত্মীয়-স্বজনের উৎসাহ উদ্দীপনা ছিল প্রশংসনীয়। পরিবারের পক্ষ থেকে  সবাইকে ধন্যবাদজানান ।

উল্লেখ্য, ডা: কামরুল ইসলাম শিপু মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতন ঊষার ইউনিয়নের গোপিনগর গ্রামের (মাস্টার বাড়ির) মুক্তিযুদ্ধের সংগঠক শিক্ষানুরাগী দাতা প্রয়াতঃ আলহাজ্ব আব্দুন নুর মাস্টার ও নুরজাহান চৌধুরীর কনিষ্ঠ পুত্র।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী