সংবাদ শিরোনাম
তুরস্কের প্রথম ছাপা নোট নিলামে
১৩ ফেব্রুয়ারি, ২০২২, 4:18 PM
NL24 News
১৩ ফেব্রুয়ারি, ২০২২, 4:18 PM
তুরস্কের প্রথম ছাপা নোট নিলামে
অনলাইন ডেস্ক : ১৯২৭ সালে যুক্তরাজ্যের ছাপানো তুরস্কের প্রথম ব্যাংক নোট অনলাইনে নিলামে তোলা হচ্ছে। এর মূল্য হাঁকা হচ্ছে ৬০ হাজার মার্কিন ডলার বা ৮ লাখ তুর্কি লিরা।
ব্যাংক নোটটির এক পাশে রয়েছে আধুনিক তুরস্কের জনক মুস্তাফা কামাল আতাতুর্কে ছবি, আর অন্য পাশে আছে গেভি প্রণালীর ছবি। খবর হুরিয়েতের।
১৯২৭ সালে ছাপা ওই ব্যাংক নোটটির বিনিময় মূল্য ছিল ১ হাজার স্বর্ণ মুদ্রা।
ইস্তানবুলভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান জানিয়েছে, নিলামে তোলার প্রথম ঘণ্টায়ই বিক্রি হয়ে যাবে এই বিরল ব্যাংক নোটটি।
সম্পর্কিত